জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি
🟣 শান্তনু সেন শর্মা
আবার এসেছে নতুন করে
পঁচিশে বৈশাখ,
দিকে দিকে তাই উঠল বেজে
ওই মঙ্গল শাঁখ।
হে মহাপ্রাণ তোমার তরে
আজি এ স্মরণ বেলায়,
প্রণাম জানাই শতকোটি তব
এ বিশ্ব মানব মেলায়।
এই বোশেখের পূর্ণিমা চাঁদ
তোমারই গানের প্রাণ,
এ শুভদিনে গানের ভুবনে
তোমারেই স্মরিলাম।
তোমার মহান সৃষ্টিলোকে
তুমি শুধু তুলনীয়,
এ মহাবিশ্ব মাঝে
তুমি সকলেরই বরণীয়।
তাই পঁচিশে বোশেখ আবার
ফিরে আসে বারেবারে,
শিল্পীর গানে, নৃত্যের তালে
আজি এ ভুবন পাড়ে।