জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি


 

জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি 


🟣  শান্তনু সেন শর্মা 


আবার এসেছে নতুন করে

পঁচিশে বৈশাখ,

দিকে দিকে তাই উঠল বেজে

ওই মঙ্গল শাঁখ।

হে মহাপ্রাণ তোমার তরে

আজি এ স্মরণ বেলায়,

প্রণাম জানাই শতকোটি তব

এ বিশ্ব মানব মেলায়।

এই বোশেখের পূর্ণিমা চাঁদ

তোমারই গানের প্রাণ,

এ শুভদিনে গানের ভুবনে

তোমারেই স্মরিলাম।

তোমার মহান সৃষ্টিলোকে

তুমি শুধু তুলনীয়,

এ মহাবিশ্ব মাঝে

তুমি সকলেরই বরণীয়।

তাই পঁচিশে বোশেখ আবার

ফিরে আসে বারেবারে,

শিল্পীর গানে, নৃত্যের তালে

আজি এ ভুবন পাড়ে।

Post a Comment

0 Comments