Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি


 

জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি 


🟣  শান্তনু সেন শর্মা 


আবার এসেছে নতুন করে

পঁচিশে বৈশাখ,

দিকে দিকে তাই উঠল বেজে

ওই মঙ্গল শাঁখ।

হে মহাপ্রাণ তোমার তরে

আজি এ স্মরণ বেলায়,

প্রণাম জানাই শতকোটি তব

এ বিশ্ব মানব মেলায়।

এই বোশেখের পূর্ণিমা চাঁদ

তোমারই গানের প্রাণ,

এ শুভদিনে গানের ভুবনে

তোমারেই স্মরিলাম।

তোমার মহান সৃষ্টিলোকে

তুমি শুধু তুলনীয়,

এ মহাবিশ্ব মাঝে

তুমি সকলেরই বরণীয়।

তাই পঁচিশে বোশেখ আবার

ফিরে আসে বারেবারে,

শিল্পীর গানে, নৃত্যের তালে

আজি এ ভুবন পাড়ে।