Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নকল নোট চক্রের হদিস, টাকা ছাপানোর ডাইস, কাগজ ও কেমিক্যাল সহ গ্রেপ্তার ৩


 

নকল নোট চক্রের হদিস, টাকা ছাপানোর ডাইস, কাগজ ও কেমিক্যাল সহ গ্রেপ্তার ৩ 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সন্ত্রাসবাদী কার্যকলাপের পর এবার নকল নোট ছাপার কারবারে শিরোনামে উঠে এলো বর্ধমানের খাগড়াগড়ের নাম। বৃহস্পতিবার খাগড়াগড় লাগোয়া বাদশাহী রোড মাঠপাড়া এলাকার শেখ সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়ি ভাড়া নিয়ে নকল টাকা ও  ডলার তৈরির কারখানার সন্ধান পায় বর্ধমান থানার পুলিশ। এই খবর চাউড় হতেই এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। 

পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন জানান, "বাদশাহী রোড মাঠপাড়া এলাকার ওই বাড়ির ভিতর থেকে ১২ হাজার টাকার নকল নোট উদ্ধার করেছে পুলিশ। এছাড়া পাঁচশো টাকার নোট ছাপানোর একাধিক ডাইস, একটি টাকা গণনার যন্ত্র, অন্যান্য মেশিন, সাদা কাগজ, কিছু আই কার্ড, পাউডার ও কেমিক্যাল বাজেয়াপ্ত করেছে পুলিশ।" ঘটনাস্থল থেকে পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম দীপঙ্কর চক্রবর্তী, বিপুল সরকার ও  গোপাল সিং।  যে ঘরে নকল নোট ছাপার কাজ চলত, সেই ঘরটি সিল করে দেওয়া হয়েছে।  ধৃতদের শুক্রবার আদালতে তুলে আরও তথ্য জানতে ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। 

বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী জানান,  অভিযানে মোট ১২ হাজার টাকা উদ্ধার হয়েছে। যাতে ২৪টি নকল ৫০০টাকার নোট রয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গেছে, নকল টাকা ছাপানোর জন্য কাগজের চল্লিশ টি বান্ডিল বাজেয়াপ্ত করেছে পুলিশ। এছাড়াও আমেরিকান ব্যাঙ্ক নোট ছাপানোর দুটি ভিন্ন সাইজের জাল ডাইস উদ্ধার হয়েছে। সিবিআই ও অ্যান্টি করাপশন ফাউন্ডেশন এর জাল পরিচয়পত্র, কিছু রাসায়নিক এবং  নকল টাকা ছাপানোর সরঞ্জাম, কয়েকটি মোবাইল এবং মোবাইল ফোনের সিম উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, ধৃত দীপঙ্কর চক্রবর্তীর বাড়ি উত্তর ২৪ পরগনার বাগদা থানার পাথুরিয়া কলোনী এলাকায়। বিপুল সরকারের বাড়ি শক্তিগড় থানার বড়শুলের বামুনপুকুর পাড়ায়। গোপাল সিং এর বাড়ি বর্ধমান থানার লোকো মোড়ের কাছে কালিতলা এলাকায়। 

পুলিশ সুপার কামনাশীষ সেন ফের নির্দেশ দিয়েছেন এলাকা জুড়ে মাইকিং করে ভাড়াটিয়াদের তথ্য জানানোর জন্য প্রচার চালাতে। আগামীকাল থেকেই এলাকায় বর্ধমান থানার আই সি নিজে আবারও প্রচার চালিয়ে সতর্ক করবেন বলে জানান।