Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ড্রোন তৈরি করে সকলকে অবাক করে দিয়েছে পঞ্চম শ্রেণির ছাত্র


 

ড্রোন তৈরি করে সকলকে অবাক করে দিয়েছে পঞ্চম শ্রেণির ছাত্র 


অভিজিৎ রায়, ডিজিটাল ডেস্ক, সংবাদ প্রভাতী : ড্রোন তৈরি করে সকলকে অবাক করে দিয়েছে ব্যারাকপুর আর্মি পাবলিক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র  সুতীর্থ ঘোষ।  শৈশব থেকেই ড্রোন দেখতে ভালোবাসত সুতীর্থ।  ধীরে ধীরে ড্রোন এর প্রতি উৎসাহ তাঁর বেড়ে ওঠে।  শুরু হয় নিজের হাতে ড্রোন তৈরি করার সদিচ্ছা।  বাড়িতে বসেই কম্পিউটারে কীভাবে ড্রোন তৈরি করা হয় তা শিখে নিয়ে, ড্রোন তৈরির খুঁটিনাটি যন্ত্রপাতি একত্রিত করে ঘরে বসেই তৈরি করে ফেলে ড্রোন। 

 সুতীর্থ জানায়, আমি দেখেছি ড্রোন অনেক কাজে লাগে। যেমন সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশও ড্রোন ব্যবহার করে থাকে।  তাই আমার ইচ্ছা হয়েছিল ড্রোন তৈরি করার। ড্রোন তৈরি করতে পেরে সতীর্থ খুব খুশি।  বারাসাতের বাসিন্দা সঞ্জিত ঘোষ ও স্ত্রী অনিন্দিতা রায় ঘোষ দুজনেই শিক্ষক - শিক্ষিকা।  তাদের  দুই সন্তান সুতীর্থ ও সৃজন ঘোষ। বড় ছেলে সুতীর্থ এত ছোট বয়সে ড্রোন তৈরি করতে পারায়  তারা খুবই খুশি।  

সুতীর্থ'র অনিন্দিতা জানান,  বড় ছেলের ড্রোন টেকনোলজি নিয়ে খুবই উৎসাহ লক্ষ্য করেছি এবং খুব ছোট বয়স থেকেই এই নিয়ে চর্চা করতে ভালোবাসত।  অনেকদিন ধরেই ইচ্ছা ছিল ড্রোন  বানানোর।  শেষমেশ তৈরি করে উড়িয়েও দেখিয়েছে।  তিনি জানান, স্কুলে এই ব্যাপারটি নিয়ে খুবই চর্চা হয়েছে।  এছাড়া স্কুলে একটি ড্রোন রোবটিক ল্যাব তৈরি হচ্ছে,  সেই ল্যাবের ছাত্রদের কাছে সে অনুপ্রেরণা। সুতীর্থর ভাই সৃজনও পাঁচ বছর বয়সে ছবি আঁকায় সকলকে অবাক করে দিয়েছে। অনিন্দিতা জানান, সৃজনের আঁকা ছবি ইতিমধ্যে দুর্গাপুর প্রেস ক্লাবের 'আলো' নামে একটি পত্রিকায়  স্থান পেয়েছে।  এমনকি বিদেশে সেজ  ক্যাম্প নামে এক ইনস্টিটিউটে  অনলাইন ট্রেনিং নিচ্ছে।  সেখানেও  সৃজন সারা বিশ্বের খুদে শিশুদের অনুপ্রেরণা বলে জানা যায়।