শিক্ষক নেতা কে সম্বর্ধনা
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলারন জামালপুরে গোপালপুর মুক্তকেশি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবব্রত মুখার্জি কে তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির ব্লক সভাপতি হিসাবে নিয়োগ করেন জেলা সভাপতি তপন দাস। আজ দেবব্রত বাবুকে ব্লকের পার্টি অফিসে সম্বর্ধনা দেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান ও যুব সভাপতি ভূতনাথ মালিক। তাঁরা দেবব্রত বাবুর গলায় রজনীগন্ধা ফুলের মালা পরিয়ে দেন। মেহেমুদ খান ও ভূতনাথ বাবু দুজনেই তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সকল প্রকার সাহায্য করার আশ্বাস দেন।
এছাড়াও সংগঠনের পক্ষ থেকে আজ তাঁকে সম্বর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন প্রবীর নায়েক, কুন্তল চট্টোপাধ্যায়, সৌমেন্দ্রনাথ পাল, পীযুষ দাস, তন্ময় খান সহ অন্যান্য শিক্ষকরা। দেবব্রত বাবু সকল শিক্ষক শিক্ষিকাদের কাছে সহযোগিতা কামনা করেছেন।