Scrooling

আর জি কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ, প্রতিবাদ সর্বস্তরে # প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

ইন্ডিয়া ইউনিভার্সিটি অলিম্পিক : মহিলা ক্যারাটে মাইনাস ৫০ কেজি কুমি বিভাগে  ব্রোঞ্জ জিতলেন রঞ্জিতা


 

ইন্ডিয়া ইউনিভার্সিটি অলিম্পিক : মহিলা ক্যারাটে মাইনাস ৫০ কেজি কুমি বিভাগে  ব্রোঞ্জ জিতলেন রঞ্জিতা 


কাজল মিত্র, চিত্তরঞ্জন : খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি অলিম্পিক ২০২১ খেলায় মহিলা ক্যারাটে মাইনাস ৫০ কেজি কুমি বিভাগে  ব্রোঞ্জ জিতলেন রঞ্জিতা সিনহা। খেলাটি বেঙ্গালুরু জৈন ইউনিভার্সিটিতে ৩০ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত অনুষ্ঠিত হয়। তিনদিনের খেলো ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে  ব্রোঞ্জ পদক জিতলেন রঞ্জিতা সিনহা।

এর আগে হরিয়ানার কুরুক্ষেত্রে অল ইন্ডিয়া ইউনিভার্সিটি খেলায় দেশের জন্য সিলভার  অলিম্পিক পদক নিশ্চিত করে ফেলেছিলেন রঞ্জিতা। পশ্চিমবঙ্গ থেকে চিত্তরঞ্জন শহরের একমাত্র মেয়ে রঞ্জিতা সিনহা। তার প্রাথমিক পড়াশুনা চিত্তরঞ্জন থেকেই তবে এখন রঞ্জিতা হরিয়ানার অল ইন্ডিয়া ইউনিভার্সিটি থেকে বিপিইএস স্পোর্টস অনার্স নিয়ে পড়াশুনা করছে। চিত্তরঞ্জন শহরের একমাত্র মেয়ে রঞ্জিতার এই পদক জয়ে খুশি চিত্তরঞ্জনবাসী সহ তার পরিজনেরা। রঞ্জিতা সিনহার পিতা রঞ্জিত কুমার সিনহা  চিত্তরঞ্জন রেল শহরের কস্তুরবা গান্ধী হাসপাতালের কর্মী। তার ভাই রণবীর সিনহাও একই ভাবে এই ক্যারেটে খেলার সাথে যুক্ত।

রঞ্জিতার  পিতা রঞ্জিত সিনহা জানান তার মেয়ের জন্য অনেক গর্ব বোধ হয়। বহুদিনের স্বপ্ন ছিল তার মেয়েকে ক্যারেটে চ্যাম্পিয়ন শিপ এক উঁচু জায়গায় দেখার। তবে তার মেয়ের ব্রোঞ্জ জেতার পর স্বপ্ন পূরণে অনেকটাই আসার আলো জ্বলে উঠেছে। তার মা জানান, এখনকার সমাজে ছেলে মেয়ে সবাই সমান তাই আমার পরিবারে একমেয়ে ও ছেলে রয়েছে দুজনকেই একই শিক্ষা দিয়ে আসছি। এমন নয় যে মেয়ে বলে ক্যারাটে, বক্সিং এসব শেখা মানা। বরঞ্চ এখনকার জন্যে তাদের এই শিক্ষা অনেকটাই আত্মরক্ষার কাজও করবে। 

রঞ্জিতার সহকারি কোচ জানান রঞ্জিতা এই সাফল্যের পেছনে তার মা ও বাবার সাথে সাথে প্রধান কোচ বিষ্ণু ভাগবান শর্মার অবদান অনেকটাই রয়েছে। যেভাবে তিনি চিত্তরঞ্জন শহরের এরিয়া ৩ কমিউনিটি হলে সকলকে প্রশিক্ষণ দেন। রঞ্জিতার এই সাফল্য চিত্তরঞ্জন এর গর্ব।