Scrooling

প্রয়াত টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা, দুর্গা পুজোর আনন্দের মাঝে বিষাদের ছায়া # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

আল-মদিনা ওয়েলফেয়ার সোসাইটির চক্ষু পরীক্ষা শিবির


 

আল-মদিনা ওয়েলফেয়ার সোসাইটির চক্ষু পরীক্ষা শিবির 


সেখ সামসুদ্দিন, সংবাদ প্রভাতী, ২৯ মে : পূর্ব বর্ধমান জেলার মেমারি আল-মদিনা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মেমারি মামুন ন্যাশনাল স্কুলে চোখের ছানি অপারেশন এর উদ্দেশ্যে চক্ষু পরীক্ষা শিবির করা হয়। এই শিবিরে সহযোগিতা করে বাঁশবাড়িয়া রোটারি আই হসপিটাল।  ইসিজি ও রক্ত পরীক্ষায় সহযোগিতা করে বর্ধমান মেডিল্যাব নামে একটি সংস্থা। এদিনের চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক তথা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য, মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, মেমারি পৌরসভার দুই কাউন্সিলর ডাঃ চিরঞ্জিত ঘোষ ও শেখ ইউসুফ সহ বিশিষ্ট ব‍্যক্তিবর্গ। 

বিধায়ক ও জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আল-মদিনা ওয়েলফেয়ার সোসাইটির এই উদ্যোগকে সাধুবাদ জানান। আল-মদিনা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি কাজী মহঃ ইয়াসিন জানান ২১ বছর এই কর্মসূচি পালনের পর এবার ২২ তম চক্ষু পরীক্ষা শিবির চলছে। এখানে মূলতঃ চক্ষু পরীক্ষা করে যাদের ছানি অপারেশনের প্রয়োজন তাদের শনাক্ত করে বিনা খরচে লেন্স দিয়ে তাদের অপারেশন করিয়ে চোখের জ্যোতি ফিরিয়ে দেওয়া হয়। 

আজকে প্রায় ৩৪০ জন মানুষ নাম নথিভুক্ত করেছেন। যার মধ্যে শতাধিক মানুষ হয়তো বাছাই করে সুযোগ পাবেন যাদের ছানি অপারেশনের প্রয়োজন।