Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তৃণমূল সুপ্রিমো'র নির্দেশে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে মহামিছিলের প্রস্তুতি


 

তৃণমূল সুপ্রিমো'র নির্দেশে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে মহামিছিলের প্রস্তুতি 


অতনু হাজরা, জামালপুর : জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে রাজ্য জুড়ে মিছিল সংগঠিত করার ডাক দিয়েছেন। দলনেত্রীর ঘোষণার সঙ্গে সঙ্গে মিছিলের প্রস্তুতি শুরু হয়েছে জামালপুর ব্লকে। কেন্দ্র সরকার ১০০ দিনের কাজের কোনো টাকা রাজ্যকে দিচ্ছে না।  তারই প্রতিবাদে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় দলীয় স্তরে  নির্দেশ দিয়েছেন আগামী ৫ এবং ৬ জুন রাজ্যের প্রতিটা ব্লকে প্রতিবাদ মিছিল করতে হবে। সেই নির্দেশ মেনেই জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস আগামী ৬ জুন  প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে। 

আজ ব্লক পার্টি অফিসে তারই একটি প্রস্তুতি সভা হয়। ব্লকের সমস্ত অঞ্চল থেকে  নেতৃত্বরা উপস্থিত ছিলেন আজকের এই সভায়। এই সভায় ছিলেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান, যুব সভাপতি ভূতনাথ মালিক, জয় হিন্দ বাহিনীর সভাপতি সাহাবুদ্দিন মন্ডল, সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম সরকার, এস সি সেলের সভাপতি উত্তম হাজারী, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক সহ অন্যান্যরা। 

বিধায়ক বলেন রাজ্যের প্রতি কেন্দ্রের অনেক বঞ্চনা রয়েছে। তারমধ্যে এই ১০০ দিনের কাজের টাকা দেওয়াও বন্ধ করে দিয়েছে কেন্দ্র। তাই নেত্রীর নির্দেশ মত প্রতিবাদ হবে। ব্লক সভাপতি মেহেমুদ খান বলেন কেন্দ্রের এই ১০০ দিনের কাজের টাকা না দেওয়ায় রাজ্যের প্রতি বঞ্চনার প্রতিবাদে দলনেত্রী নির্দেশ দিয়েছেন সেই মোতাবেক ৬ জুন তাঁরা শুধু মিছিল নয় মহামিছিল করবেন। মিছিলের বার্তা গ্রামে গঞ্জে ছড়িয়ে দিতেই প্রস্তুতি শুরু করা হয়েছে।