তৃণমূল সুপ্রিমো'র নির্দেশে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে মহামিছিলের প্রস্তুতি

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

তৃণমূল সুপ্রিমো'র নির্দেশে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে মহামিছিলের প্রস্তুতি


 

তৃণমূল সুপ্রিমো'র নির্দেশে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে মহামিছিলের প্রস্তুতি 


অতনু হাজরা, জামালপুর : জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে রাজ্য জুড়ে মিছিল সংগঠিত করার ডাক দিয়েছেন। দলনেত্রীর ঘোষণার সঙ্গে সঙ্গে মিছিলের প্রস্তুতি শুরু হয়েছে জামালপুর ব্লকে। কেন্দ্র সরকার ১০০ দিনের কাজের কোনো টাকা রাজ্যকে দিচ্ছে না।  তারই প্রতিবাদে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় দলীয় স্তরে  নির্দেশ দিয়েছেন আগামী ৫ এবং ৬ জুন রাজ্যের প্রতিটা ব্লকে প্রতিবাদ মিছিল করতে হবে। সেই নির্দেশ মেনেই জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস আগামী ৬ জুন  প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে। 

আজ ব্লক পার্টি অফিসে তারই একটি প্রস্তুতি সভা হয়। ব্লকের সমস্ত অঞ্চল থেকে  নেতৃত্বরা উপস্থিত ছিলেন আজকের এই সভায়। এই সভায় ছিলেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান, যুব সভাপতি ভূতনাথ মালিক, জয় হিন্দ বাহিনীর সভাপতি সাহাবুদ্দিন মন্ডল, সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম সরকার, এস সি সেলের সভাপতি উত্তম হাজারী, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক সহ অন্যান্যরা। 

বিধায়ক বলেন রাজ্যের প্রতি কেন্দ্রের অনেক বঞ্চনা রয়েছে। তারমধ্যে এই ১০০ দিনের কাজের টাকা দেওয়াও বন্ধ করে দিয়েছে কেন্দ্র। তাই নেত্রীর নির্দেশ মত প্রতিবাদ হবে। ব্লক সভাপতি মেহেমুদ খান বলেন কেন্দ্রের এই ১০০ দিনের কাজের টাকা না দেওয়ায় রাজ্যের প্রতি বঞ্চনার প্রতিবাদে দলনেত্রী নির্দেশ দিয়েছেন সেই মোতাবেক ৬ জুন তাঁরা শুধু মিছিল নয় মহামিছিল করবেন। মিছিলের বার্তা গ্রামে গঞ্জে ছড়িয়ে দিতেই প্রস্তুতি শুরু করা হয়েছে।

Post a Comment

0 Comments