Scrooling

আর জি কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ, প্রতিবাদ সর্বস্তরে # প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

২৫ শে বৈশাখ বিকেলে বড় আঙ্গিকে কবি প্রণামের আয়োজন বর্ধমান টাউন হলে


 

২৫ শে বৈশাখ বিকেলে বড় আঙ্গিকে কবি প্রণামের আয়োজন বর্ধমান টাউন হলে 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ২৫ শে বৈশাখ শহর বর্ধমানে বড় আঙ্গিকে কবি প্রণামের আয়োজন করেছে বর্ধমান সঙ্গীত সমাজ। অনুষ্ঠানের সহযোগিতায় রয়েছে 'সংবাদ প্রভাতী' পত্রিকা, আলাপ, ঐকতান ও সরলরেখা।  ঐতিহ্যবাহী এই অনুষ্ঠান এবছর সকালের পরিবর্তে বিকেলে শুরু হবে। বর্ধমান টাউন হলে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন হবে বিকেল সাড়ে চারটায় সঙ্গীত সমাজের শিল্পীদের পরিবেশিত গানের মধ্যে দিয়ে। এরপর সঙ্গীত সমাজের সভাপতি বিমলানন্দ রায় এর প্রাককথনের পর মূল অনুষ্ঠান শুরু হবে। 


এবছর একক সঙ্গীতানুষ্ঠানে অংশ নেবেন গৌতম বন্দ্যোপাধ্যায়, স্বাতী তেওয়ারী, শুভপ্রসাদ নন্দী মজুমদার, বনানী চক্রবর্তী, চন্দা চট্টোপাধ্যায়, কৃষ্ণা বসু মিত্র, শান্তনু চক্রবর্তী, মানব বন্দ্যোপাধ্যায়, উজ্জ্বল নন্দী, সঙ্গীতা দাঁ, শুভ্রা দাস, মৌমিতা মজুমদার, শর্মিতা সামস্ত রায়, শম্পা কোনার, শমী চক্রবর্তী, জয়া দাস, অনন্যা দত্ত, সুতপা দাস, দেবব্রত সামুই, অপর্ণা চট্টোপাধ্যায়, লিলি দাস, লাভলী মন্ডল, সৌমিলি বসু, ইন্দ্রাণী রায়, বিপাশা নাগ, গার্গী দত্ত, শানু পরামাণিক, সৌরভ রায়, বর্ণালী কুণ্ডু, জয়তী ভৌমিক, রাজশ্রী বন্দ্যোপাধ্যায়, নন্দিনী দত্ত, মৌসুমী চক্রবর্তী, সঞ্জয় ঘোষ, সিতারা সুলতানা, সায়ন্তিকা চট্টরাজ, অঙ্কিতা সাধু, তাপস চট্টোপাধ্যায়, নীভা বটব্যাল ও নিশীথ পাল।

সম্মেলক সঙ্গীত পরিবেশনায় অংশ নেবে বর্ধমান সঙ্গীত সমাজ, আলাপ, সঙ্গীতম, উত্তরায়ণ, আনন্দগান, আয়না, রুদ্রপলাশ, অনুরণন, সরলরেখা, ইমনকল্যাণ, ত্রিসপ্তক, সুরঙ্গানা, তবলা তরঙ্গ, সতীপ্রসাদ সঙ্গীত একাডেমী, ঐকতান, ভারতীয় গণনাট্য সংঘ, সৃজনী ও মুখর সংস্কৃতিক সংস্থা।

পাঠ ও আবৃত্তিতে অংশ নেবেন ললিত কোনার, জয়ন্ত ঘোষ, কাকলি রায়, অনির্বাণ বিশ্বাস, অংশুমান কর, অনুপম চট্টোপাধ্যায়, মৌসুমী মুখোপাধ্যায়, উদয় মুখোপাধ্যায়, প্রবীর হালদার, পাঞ্চালী ঘোষ, মৌমিতা চট্টোপাধ্যায়, এণাক্ষী নন্দী, শাশ্বতী মজুমদার, সৌমেন কোণার, নন্দিতা দাস ও মমতা বেজ বাগ। 

শিল্পীদের যন্ত্রানুষঙ্গে সহযোগিতা করবেন মানিক মজুমদার, অরুন দাস, তন্ময় বিশ্বাস, পার্থ সারথী দেবদাস, আহিরী দাস, অনুপম রায়, প্রণব দে ও সন্দীপ দেবনাথ।

অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছেন সোমজিৎ হালদার, স্বাগতা বন্দ্যোপাধ্যায়, রাজেশ হালদার ও শতভিষা চট্টোপাধ্যায়।

সমগ্র অনুষ্ঠানটি ভাবনা ও নির্মাণে রয়েছেন বিমলানন্দ রায়, শ্যামল কুমার দাস,শান্তনু চক্রবর্তী, জগন্নাথ ভৌমিক, মানব বন্দ্যোপাধ্যায়, রাজেশ হালদার, কিংশুক রায়, সুকান্ত দাস, কৌস্তুভ রায় ও স্বপন দাস।

বর্ধমান সঙ্গীত সমাজের সম্পাদক শান্তনু চক্রবর্তী সংস্কৃতিপ্রেমী সুধীজনদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন।