Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মাইথন পর্যটন কেন্দ্রকে ক্লিন মাইথন গ্রিন মাইথন  গড়ে তুলতে পুলিশ প্রশাসনের কমিটি গঠন


 

মাইথন পর্যটন কেন্দ্রকে ক্লিন মাইথন গ্রিন মাইথন  গড়ে তুলতে পুলিশ প্রশাসনের কমিটি গঠন

কাজল মিত্র, আসানসোল :  মাইথন ড্যাম এলাকা সহ কল্যানেশ্বরী মায়ের মন্দির এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্লাস্টিক মুক্ত রাখতে উদ্যোগী পুলিশ প্রশাসন।  পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার এর নির্দেশে সালানপুর থানার উদ্যোগে শুরু হয়েছে তারই প্রস্তুতি। সোমবার  মাইথন ড্যাম সংলগ্ন একটি বেসরকারি  হোটেলে এক বৈঠক ডাকা হয়।  যেখানে  "ক্লিন মাইথন গ্রিন মাইথন" নামে একটি জয়েন্ট কমিটি গঠন করা হয়েছে। এই বৈঠকে এসিপি কুলটি সুকান্ত ব্যানার্জী, সালানপুর থানা আধিকারিক অমিত কুমার হাটি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি, সমাজ সেবী ভোলা সিং, হোটেল সমিতির সভাপতি মনোজ তিওয়ারি, হোদলা বনবিভাগের আধিকারিক অমলেন্দু সাহা,সহ ডিভিসির প্রতিনিধি, নৌকা চালক, স্থানীয় দোকানদার দের উপস্থিতিতে পরিষ্কার মাইথন সবুজ মাইথন" কমিটি গঠন করা হয়।  এবং সকলের উপস্থিতিতে  যৌথভাবে  সর্বসম্মতিক্রমে মাইথন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন ও প্লাস্টিক মুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।সাথে সর্বপ্রথম সিদ্ধান্ত নেওয়া হয় যে মাইথনের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে গেলে প্রথমে সচেতনতা  প্রচার অভিযান চালানো হবে। বৈঠকে সালানপুর থানা ইনচার্জ  অমিত কুমার হাটি জানান যে প্রথম এই একটি কমিটি গঠন করা হল ।যা পরবর্তী কালে শীঘ্রই অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান ও সমাজকর্মী কেও এই কমিটিতে যুক্ত করা হবে, যা মাইথন পর্যটন ও স্বাস্থ্যবিধি উন্নত  করতে সহায়তা প্রদান করবে ।

জেলাপরিষদ এর কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান বলেন এই  কমিটি চেয়ারম্যান ও পথনির্দেশক ভাইস প্রেসিডেন্ট বারাবনি বিধায়ক তথা আসানসোল এর মেয়র বিধান উপাধ্যায় কে করা হয়েছে। যাতে মাইথন পর্যটন খাতের উন্নয়নে পূর্ণ সমর্থন প্রদান করবে। হোটেল এসোসিয়েশনের সভাপতি মনোজ তিওয়ারি বলেন পুলিশ প্রশাসন ও সকল উপস্থিত প্রতিনিধিদের  উদ্যোগের জন্য মাইথন পর্যটন বিকাশ ঘটবে যা খুবই প্রশংসনীয়। এখানে সকল হোটেল থেকে যেকোন বিষয়ে সম্পূর্ণ সহযোগিতা থাকবে ।