Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বুদ্ধ পূর্ণিমায় ষোড়শোপচারে তারা মায়ের পুজো


 

বুদ্ধ পূর্ণিমায় ষোড়শোপচারে তারা মায়ের পুজো 


অতনু হাজরা, জামালপুর : জামালপুরের মহীন্দরে তারামা ট্রাস্টের উদ্যোগে চলছে মায়ের বার্ষিক পুজো ও অনুষ্ঠান। আজ দ্বিতীয় দিনে বুদ্ধ পূর্ণিমার বিশেষ তিথিতে মায়ের বিশেষ ষোড়শোপচারে পুজো হয় এবং তার সাথে হোম যজ্ঞও করা হয়। এই উপলক্ষ্যে এলাকার প্রায় ৭ থেকে ৮ হাজার মানুষকে মায়ের অন্ন ভোগ খাওয়ানো হয়। 

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, জামালপুর থানার অফিসার ইনচার্জ রাকেশ কুমার সিং, পাড়াতল ১ পঞ্চায়েতের প্রধান উত্তম হাজারী, ব্রাহ্মণ ঐক্য সংগঠনের প্রধান অমিত চক্রবর্তী, সভাপতি উজ্জ্বল চক্রবর্তী সহ তারামা ট্রাস্টের প্রধান কর্ণধার বাপিন ঘোষ।আজকের এই অনুষ্ঠানে বিশেষ ভাবে ৪০ জন ব্রাহ্মণ কে  সম্মানিত করা হয় । এরই সাথে একজন মৌলবীকেও সম্বর্ধিত করে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়া হয়। মায়ের বিশেষ পুজো উপলক্ষ্যে এলাকায় উৎসবের চেহারা নেয়।