ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন প্রায় ৫০ জন মানুষ

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন প্রায় ৫০ জন মানুষ


 

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন প্রায় ৫০ জন মানুষ 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন প্রায় ৫০ জন মানুষ। নিয়তি তাদের টেনে নিয়ে ছেড়ে দিয়েছে বলা যায়। সোমবার সকালে এমনই ঘটনার সাক্ষী থাকলো মেমারি থানার পালশিট এর কানাইডাঙার মানুষজন। এদিন সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার যাত্রীবাহী একটি বাস।  কলকাতার করুণাময়ী থেকে আসানসোল যাচ্ছিল।  যাবার পথে মেমারি থানা এলাকায় ২ নং জাতীয় সড়কের পালশিট এর কানাইডাঙ্গা ব্রীজের কাছে  নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের রেলিং ভেঙে ঝুলতে থাকে। দুর্ঘটনায় সাতজন যাত্রী জখম হয়েছেন। এরমধ্যে দুজনের আঘাত গুরুতর। আহতদের বর্ধমানের অনাময় সুপার স্পেশালিষ্টি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বাসের যাত্রীরা জানান, বাসটি দ্রুত গতিতে যাচ্ছিল। সবাই তখন ঘুমে আচ্ছন্ন। হঠাৎই বাসটি ডিভাইডারে ধাক্কা মারে। তারপর ক্যানেলের ব্রীজের উপর ঝুলতে থাকে।স্থানীয়রা প্রথমে উদ্ধারের কাজে হাত লাগায়।খবর পেয়ে দুর্ঘটনাস্থলে আসে মেমারি থানার পুলিশ। স্থানীয়রা জানান, বাসটি দ্রুত গতিতে একটি লরিকে ওভারটেক করতে গিয়েই বিপত্তি ঘটে। ডিভাইডারে ধাক্কা মেরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কানাইডাঙ্গা সেচখালের ব্রীজের উপর ঝুলতে থাকে। বাস যাত্রীদের জানান, নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছেন সকলে।  যেভাবে আচমকাই ডিভাইডারে ধাক্কা মেরে ব্রীজের উপর থেকে নিচে খালের উপর ঝুলে রইল তাতে কোনো যাত্রীর প্রাণহানি ঘটেনি এটাই ভাগ্যের।  

বর্ধমান দক্ষিণের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ঘটনার পরই দ্রুততার সঙ্গে যাত্রীদের উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য বর্ধমানের অনাময় হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার জেরে  কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। তবে দ্রুততার সঙ্গে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।  তদন্ত করে দেখা হচ্ছে কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

Post a Comment

0 Comments