Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বুদ্ধ স্তুতি


 

বুদ্ধ স্তুতি 


🟣  দিলীপ রঞ্জন ভাদুড়ী


রাজ বংশে জন্ম তোমার

লুম্বিনী নগরে

রাজ্য পাট ছেড়েছিল

ঊনত্রিশ বছরে।

দেখেছিলে দুঃখ কষ্ট

জরা মৃত্যু শোক,

শুধু আছে অসারতা

নানা ব্যাধি ভোগ।

মায়া ভ্ৰান্তি অন্ধকার

নেই কোন পথ,

সত্যের সন্ধানে শুধু

পাবে মনোরথ।

বোধি বৃক্ষ তলে তুমি

বসেছিলে ধ্যানে,

ব্রহ্মা এসে দেখা দিল

অবতার সনে।

পেলে তুমি সেই পথ

হিংসা হীন আলো,

সংসারে অসার সব

নেই কিছু ভালো।

অহিংসার প্রতীক তুমি

ত্যাগ মুক্তি পথ,

পুতিন কে বুঝাও তুমি

থামুক যুদ্ধ রথ।

চারদিকে কেন আজ

এতো হানা হানি,

সবাই লোভে মত্ত

অধর্মের গ্লানি!

স্বয়ং ঈশ্বর তুমি, 

তুমি অবতার

মুছে দাও  হে প্রভু ,

সব অন্ধকার।

#######