চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

অনলাইন জুয়া, উদ্ধার বিপুল সামগ্রী 


 

অনলাইন জুয়া, উদ্ধার বিপুল সামগ্রী 


🟣  মোল্লা জসিমউদ্দিন , মঙ্গলকোট


➡️   পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা আদালতে এসিজেএম এজলাসে পেশ করা হয় অনলাইন জুয়া খেলা চালাবার অভিযোগে অভিযুক্ত সেখ আরশেদ আলী কে। ভারপ্রাপ্ত বিচারক ধৃতের জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বুধবার দুপুরে কাটোয়া মহকুমা পুলিশ অফিসার কৌশিক বসাক এক সাংবাদিক সম্মেলনে জানান - "মঙ্গলবার রাতে মঙ্গলকোট থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে নুতনহাট বাইপাসে এক অনলাইন দোকানে অভিযান চালায়।সাব ইনস্পেকটর সামাউর রহমানের নেতৃত্বে এই অভিযানে ৩ লক্ষ ৬৬ হাজার মত টাকা, বেশকিছু সোনার গহনা, বিভিন্ন জমি জায়গার দলিল সহ বিভিন্ন এটিএম কার্ড উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত কে গ্রেপ্তার করে হয়েছে "। মঙ্গলকোটের নুতনহাট বাইপাসে হাইস্কুলের সামনে এই দোকানে অনলাইন জুয়া চলতো বলে অভিযোগ। মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জি কে বেশ কয়েকজন এলাকাবাসী গোপনে বিষয়টি জানায়।এই গোপন তথ্য জানার সাথেসাথে স্থানীয় থানার অপরাধ দমন শাখার সাব ইন্সপেক্টর সামাউর রহমান কে এই পুলিশি অভিযান চালানোর নির্দেশ দেন আইসি পিন্টু মুখার্জি। পুলিশি অভিযানেই উদ্ধার হয় এই বিপুল সামগ্রী।