অনলাইন জুয়া, উদ্ধার বিপুল সামগ্রী 

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

অনলাইন জুয়া, উদ্ধার বিপুল সামগ্রী 


 

অনলাইন জুয়া, উদ্ধার বিপুল সামগ্রী 


🟣  মোল্লা জসিমউদ্দিন , মঙ্গলকোট


➡️   পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা আদালতে এসিজেএম এজলাসে পেশ করা হয় অনলাইন জুয়া খেলা চালাবার অভিযোগে অভিযুক্ত সেখ আরশেদ আলী কে। ভারপ্রাপ্ত বিচারক ধৃতের জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বুধবার দুপুরে কাটোয়া মহকুমা পুলিশ অফিসার কৌশিক বসাক এক সাংবাদিক সম্মেলনে জানান - "মঙ্গলবার রাতে মঙ্গলকোট থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে নুতনহাট বাইপাসে এক অনলাইন দোকানে অভিযান চালায়।সাব ইনস্পেকটর সামাউর রহমানের নেতৃত্বে এই অভিযানে ৩ লক্ষ ৬৬ হাজার মত টাকা, বেশকিছু সোনার গহনা, বিভিন্ন জমি জায়গার দলিল সহ বিভিন্ন এটিএম কার্ড উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত কে গ্রেপ্তার করে হয়েছে "। মঙ্গলকোটের নুতনহাট বাইপাসে হাইস্কুলের সামনে এই দোকানে অনলাইন জুয়া চলতো বলে অভিযোগ। মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জি কে বেশ কয়েকজন এলাকাবাসী গোপনে বিষয়টি জানায়।এই গোপন তথ্য জানার সাথেসাথে স্থানীয় থানার অপরাধ দমন শাখার সাব ইন্সপেক্টর সামাউর রহমান কে এই পুলিশি অভিযান চালানোর নির্দেশ দেন আইসি পিন্টু মুখার্জি। পুলিশি অভিযানেই উদ্ধার হয় এই বিপুল সামগ্রী।

Post a Comment

0 Comments