Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অনলাইন জুয়া, উদ্ধার বিপুল সামগ্রী 


 

অনলাইন জুয়া, উদ্ধার বিপুল সামগ্রী 


🟣  মোল্লা জসিমউদ্দিন , মঙ্গলকোট


➡️   পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা আদালতে এসিজেএম এজলাসে পেশ করা হয় অনলাইন জুয়া খেলা চালাবার অভিযোগে অভিযুক্ত সেখ আরশেদ আলী কে। ভারপ্রাপ্ত বিচারক ধৃতের জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বুধবার দুপুরে কাটোয়া মহকুমা পুলিশ অফিসার কৌশিক বসাক এক সাংবাদিক সম্মেলনে জানান - "মঙ্গলবার রাতে মঙ্গলকোট থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে নুতনহাট বাইপাসে এক অনলাইন দোকানে অভিযান চালায়।সাব ইনস্পেকটর সামাউর রহমানের নেতৃত্বে এই অভিযানে ৩ লক্ষ ৬৬ হাজার মত টাকা, বেশকিছু সোনার গহনা, বিভিন্ন জমি জায়গার দলিল সহ বিভিন্ন এটিএম কার্ড উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত কে গ্রেপ্তার করে হয়েছে "। মঙ্গলকোটের নুতনহাট বাইপাসে হাইস্কুলের সামনে এই দোকানে অনলাইন জুয়া চলতো বলে অভিযোগ। মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জি কে বেশ কয়েকজন এলাকাবাসী গোপনে বিষয়টি জানায়।এই গোপন তথ্য জানার সাথেসাথে স্থানীয় থানার অপরাধ দমন শাখার সাব ইন্সপেক্টর সামাউর রহমান কে এই পুলিশি অভিযান চালানোর নির্দেশ দেন আইসি পিন্টু মুখার্জি। পুলিশি অভিযানেই উদ্ধার হয় এই বিপুল সামগ্রী।