Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নয়নজুলিতে বোলেরো, শিশু সহ প্রাণে বাঁচলেন পাঁচ জন


 

নয়নজুলিতে বোলেরো, শিশু সহ প্রাণে বাঁচলেন পাঁচ জন 


সেখ সামসুদ্দিন, ২ মে : মেমারি শহরের পথসাথীর কাছে জি টি রোডের পাশে নয়ানজুলিতে উল্টে গেল বোলেরো প্রাইভেট কার। গাড়িতে ড্রাইভার ও দুই মহিলা ও এক শিশু সহ পাঁচজন ছিল। নয়নজুলিতে কচুরিপানা, আগাছা সব থাকায় সৌভাগ্যক্রমে পাঁচজনের সকলেই সুস্থ আছেন। ঘটনা প্রসঙ্গে জানা যায়, ড্রাইভার ঘুমিয়ে যাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি কল্যাণী থেকে রানীগঞ্জ যাচ্ছিল। এক মাসের শিশুকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি ফিরছিল শিশুর মা । 

এই দুর্ঘটনায় পরিবারের সকলে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। ঘটনার পরেপরেই মেমারি থানার পুলিশ আসে এবং রিকভারি গাড়ি নিয়ে এসে গাড়িটিকে জল থেকে উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী এক কিশোর জানায় তারা দেখতে পায় কলকাতার দিক থেকে প্রাইভেট গাড়িটি আসছিল হঠাৎ রাস্তার বাঁদিকে থাকা দুটি ভ্যান রিক্সাকে ধাক্কা মেরে একবারে গিয়ে নয়নজুলিতে পড়ে গেল। তারপর  তাদেরকে গাড়ি থেকে উদ্ধার করা হয়।