নয়নজুলিতে বোলেরো, শিশু সহ প্রাণে বাঁচলেন পাঁচ জন

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

নয়নজুলিতে বোলেরো, শিশু সহ প্রাণে বাঁচলেন পাঁচ জন


 

নয়নজুলিতে বোলেরো, শিশু সহ প্রাণে বাঁচলেন পাঁচ জন 


সেখ সামসুদ্দিন, ২ মে : মেমারি শহরের পথসাথীর কাছে জি টি রোডের পাশে নয়ানজুলিতে উল্টে গেল বোলেরো প্রাইভেট কার। গাড়িতে ড্রাইভার ও দুই মহিলা ও এক শিশু সহ পাঁচজন ছিল। নয়নজুলিতে কচুরিপানা, আগাছা সব থাকায় সৌভাগ্যক্রমে পাঁচজনের সকলেই সুস্থ আছেন। ঘটনা প্রসঙ্গে জানা যায়, ড্রাইভার ঘুমিয়ে যাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি কল্যাণী থেকে রানীগঞ্জ যাচ্ছিল। এক মাসের শিশুকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি ফিরছিল শিশুর মা । 

এই দুর্ঘটনায় পরিবারের সকলে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। ঘটনার পরেপরেই মেমারি থানার পুলিশ আসে এবং রিকভারি গাড়ি নিয়ে এসে গাড়িটিকে জল থেকে উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী এক কিশোর জানায় তারা দেখতে পায় কলকাতার দিক থেকে প্রাইভেট গাড়িটি আসছিল হঠাৎ রাস্তার বাঁদিকে থাকা দুটি ভ্যান রিক্সাকে ধাক্কা মেরে একবারে গিয়ে নয়নজুলিতে পড়ে গেল। তারপর  তাদেরকে গাড়ি থেকে উদ্ধার করা হয়।

Post a Comment

0 Comments