অটো উল্টে আহত মহিলা যাত্রী
অতনু হাজরা, জামালপুর : অটো উল্টে আহত মহিলা যাত্রী। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে জামালপুর থানার পাঁচড়া অঞ্চলের চৌবেড়িয়া বাজারে। একটি অটো জামালপুর থেকে মশাগ্রামের দিকে যাচ্ছিল। মেমারি-তারকেশ্বর রোডের উপর চৌবেড়িয়া এলাকায় অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। ঘটনায় অটোর একজন মহিলা আরোহী আহত হয়েছেন। তাঁকে এ্যাম্বুলেন্সে জামালপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক।
0 Comments