Scrooling

প্রয়াত টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা, দুর্গা পুজোর আনন্দের মাঝে বিষাদের ছায়া # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

হাঁসখালির নিখোঁজ মেয়ে উদ্ধারে সিআইডি তদন্তের নির্দেশ হাইকোর্টের 


 

হাঁসখালির নিখোঁজ মেয়ে উদ্ধারে সিআইডি তদন্তের নির্দেশ হাইকোর্টের


🟣  মোল্লা জসিমউদ্দিন, কলকাতা


➡️  বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থারের এজলাসে এক নিখোঁজ মহিলা উদ্ধারে সিআইডি তদন্তের নির্দেশ জারি করা হয়েছে। নদিয়ার হাঁসখালি থানার অন্তর্গত  ভোলামারী  গ্রামের নারদ মণ্ডলের মেয়ে মুনমুন দে গতবছর ৮ নভেম্বর ভাইফোঁটা উপলক্ষে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি এসেছিলেন। কিন্তু বাপের বাড়ি থেকে  শ্বশুর বাড়ি যাবার পথে অপহৃত হন বলে অভিযোগ। স্থানীয় হাঁসখালি থানা প্রথমে অভিযোগ নিতে না চাইলেও পরবর্তীতে কোর্টের নির্দেশে এফআইআর রুজু হয়। তদন্ত শুরু হয় স্থানীয় থানার পক্ষ থেকে। থানার আইসি থেকে পুলিশ সুপার এর অফিস সব জায়গাতে ছোটাছুটি করলেও মেয়ের খোঁজ পাননি নারদ বাবু। 

অবশেষে  সংবিধান বিশেষজ্ঞ আইনজীবী বৈদূর্য ঘোষাল এর হাত ধরে কলকাতা হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। অপহৃত মেয়েকে খুঁজে দেওয়ার জন্য ও স্থানীয় থানার নিষ্ক্রিয়তার অভিযোগ আনেন।  টানা চারদিন শুনানির পর বুধবার এই  মামলার তদন্তভার সিআইডি'র হাতে তুলে  দেওয়ার নির্দেশ দেন  বিচারপতি রাজশেখর মান্থার। আবেদনকারীর  আইনজীবী বৈদুর্য ঘোষাল জানান, "নিখোঁজ উদ্ধারে সমস্ত ধরনের পরিকাঠামো রয়েছে সিআইডি'র। কি অবস্থায় মেয়ে রয়েছে তা নিয়ে দুশ্চিন্তায় মেয়ের বাবা"।  সরকারি আইনজীবী জানান, 'স্থানীয় থানা সিআইডি'র সাথেই  কাজ করছিলো। তাই মামলা সিআইডি  তে সরাসরি গেলে রাজ্যের কোনো আপত্তি নেই"।