Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

হাঁসখালির নিখোঁজ মেয়ে উদ্ধারে সিআইডি তদন্তের নির্দেশ হাইকোর্টের 


 

হাঁসখালির নিখোঁজ মেয়ে উদ্ধারে সিআইডি তদন্তের নির্দেশ হাইকোর্টের


🟣  মোল্লা জসিমউদ্দিন, কলকাতা


➡️  বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থারের এজলাসে এক নিখোঁজ মহিলা উদ্ধারে সিআইডি তদন্তের নির্দেশ জারি করা হয়েছে। নদিয়ার হাঁসখালি থানার অন্তর্গত  ভোলামারী  গ্রামের নারদ মণ্ডলের মেয়ে মুনমুন দে গতবছর ৮ নভেম্বর ভাইফোঁটা উপলক্ষে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি এসেছিলেন। কিন্তু বাপের বাড়ি থেকে  শ্বশুর বাড়ি যাবার পথে অপহৃত হন বলে অভিযোগ। স্থানীয় হাঁসখালি থানা প্রথমে অভিযোগ নিতে না চাইলেও পরবর্তীতে কোর্টের নির্দেশে এফআইআর রুজু হয়। তদন্ত শুরু হয় স্থানীয় থানার পক্ষ থেকে। থানার আইসি থেকে পুলিশ সুপার এর অফিস সব জায়গাতে ছোটাছুটি করলেও মেয়ের খোঁজ পাননি নারদ বাবু। 

অবশেষে  সংবিধান বিশেষজ্ঞ আইনজীবী বৈদূর্য ঘোষাল এর হাত ধরে কলকাতা হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। অপহৃত মেয়েকে খুঁজে দেওয়ার জন্য ও স্থানীয় থানার নিষ্ক্রিয়তার অভিযোগ আনেন।  টানা চারদিন শুনানির পর বুধবার এই  মামলার তদন্তভার সিআইডি'র হাতে তুলে  দেওয়ার নির্দেশ দেন  বিচারপতি রাজশেখর মান্থার। আবেদনকারীর  আইনজীবী বৈদুর্য ঘোষাল জানান, "নিখোঁজ উদ্ধারে সমস্ত ধরনের পরিকাঠামো রয়েছে সিআইডি'র। কি অবস্থায় মেয়ে রয়েছে তা নিয়ে দুশ্চিন্তায় মেয়ের বাবা"।  সরকারি আইনজীবী জানান, 'স্থানীয় থানা সিআইডি'র সাথেই  কাজ করছিলো। তাই মামলা সিআইডি  তে সরাসরি গেলে রাজ্যের কোনো আপত্তি নেই"।