Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অভিষেক ব্যানার্জির রোড শো, জনজোয়ারে ভাসলো আসানসোল


 

অভিষেক ব্যানার্জির রোড শো, জনজোয়ারে ভাসলো আসানসোল 


কাজল মিত্র, আসানসোল : আর একদিন পরেই আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচার শেষ। তাই শেষ মুহূর্তের প্রচারে তৃণমূল কংগ্রেস ও বিজেপি মাটি আঁকড়ে লড়ছে ভোটের ময়দানে। কে কাকে টেক্কা দেবে।

শনিবার তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচারে করলেন সাংসদ অভিষেক ব্যানার্জি। আসানসোল লোকসভা  উপনির্বাচনের প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে একটি মেগা রোড শো করেন। যে মেগা রোড শো'টি  আসানসোলের বিবি কলেজ থেকে শুরু হয়ে গির্জা মোড়ে গিয়ে শেষ হয়। কার্যত জনজোয়ারে ভাসলো আসানসোল। প্রচারে অভিষেক ব্যানার্জির সঙ্গে প্রার্থী শত্রুঘ্ন সিনহা, তাঁর স্ত্রী পুনম সিনহা, মন্ত্রী মলয় ঘটক, সাংসদ কল্যাণ ব্যানার্জি প্রমুখ উপস্থিত ছিলেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় হুড খোলা সুসজ্জিত গাড়িতে চেপে রাস্তার দুপাশে উপস্থিত তৃণমূল সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করেন। অন্যান্যদের মধ্যে ছাড়াও উপস্থিত ছিলেন অভিজিৎ ঘটক, অমরনাথ চ্যাটার্জি, ভি শিবদাসন দাসু, জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।  সমাবেশে বাংলার ঐতিহ্যবাহী লোকনৃত্যেরও আয়োজন করা হয়।