অভিষেক ব্যানার্জির রোড শো, জনজোয়ারে ভাসলো আসানসোল

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

অভিষেক ব্যানার্জির রোড শো, জনজোয়ারে ভাসলো আসানসোল


 

অভিষেক ব্যানার্জির রোড শো, জনজোয়ারে ভাসলো আসানসোল 


কাজল মিত্র, আসানসোল : আর একদিন পরেই আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচার শেষ। তাই শেষ মুহূর্তের প্রচারে তৃণমূল কংগ্রেস ও বিজেপি মাটি আঁকড়ে লড়ছে ভোটের ময়দানে। কে কাকে টেক্কা দেবে।

শনিবার তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচারে করলেন সাংসদ অভিষেক ব্যানার্জি। আসানসোল লোকসভা  উপনির্বাচনের প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে একটি মেগা রোড শো করেন। যে মেগা রোড শো'টি  আসানসোলের বিবি কলেজ থেকে শুরু হয়ে গির্জা মোড়ে গিয়ে শেষ হয়। কার্যত জনজোয়ারে ভাসলো আসানসোল। প্রচারে অভিষেক ব্যানার্জির সঙ্গে প্রার্থী শত্রুঘ্ন সিনহা, তাঁর স্ত্রী পুনম সিনহা, মন্ত্রী মলয় ঘটক, সাংসদ কল্যাণ ব্যানার্জি প্রমুখ উপস্থিত ছিলেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় হুড খোলা সুসজ্জিত গাড়িতে চেপে রাস্তার দুপাশে উপস্থিত তৃণমূল সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করেন। অন্যান্যদের মধ্যে ছাড়াও উপস্থিত ছিলেন অভিজিৎ ঘটক, অমরনাথ চ্যাটার্জি, ভি শিবদাসন দাসু, জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।  সমাবেশে বাংলার ঐতিহ্যবাহী লোকনৃত্যেরও আয়োজন করা হয়। 


Post a Comment

0 Comments