Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অভিষেক ব্যানার্জির রোড শো, জনজোয়ারে ভাসলো আসানসোল


 

অভিষেক ব্যানার্জির রোড শো, জনজোয়ারে ভাসলো আসানসোল 


কাজল মিত্র, আসানসোল : আর একদিন পরেই আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচার শেষ। তাই শেষ মুহূর্তের প্রচারে তৃণমূল কংগ্রেস ও বিজেপি মাটি আঁকড়ে লড়ছে ভোটের ময়দানে। কে কাকে টেক্কা দেবে।

শনিবার তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচারে করলেন সাংসদ অভিষেক ব্যানার্জি। আসানসোল লোকসভা  উপনির্বাচনের প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে একটি মেগা রোড শো করেন। যে মেগা রোড শো'টি  আসানসোলের বিবি কলেজ থেকে শুরু হয়ে গির্জা মোড়ে গিয়ে শেষ হয়। কার্যত জনজোয়ারে ভাসলো আসানসোল। প্রচারে অভিষেক ব্যানার্জির সঙ্গে প্রার্থী শত্রুঘ্ন সিনহা, তাঁর স্ত্রী পুনম সিনহা, মন্ত্রী মলয় ঘটক, সাংসদ কল্যাণ ব্যানার্জি প্রমুখ উপস্থিত ছিলেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় হুড খোলা সুসজ্জিত গাড়িতে চেপে রাস্তার দুপাশে উপস্থিত তৃণমূল সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করেন। অন্যান্যদের মধ্যে ছাড়াও উপস্থিত ছিলেন অভিজিৎ ঘটক, অমরনাথ চ্যাটার্জি, ভি শিবদাসন দাসু, জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।  সমাবেশে বাংলার ঐতিহ্যবাহী লোকনৃত্যেরও আয়োজন করা হয়।