Scrooling

হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২৫ আগস্ট বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

অভিষেক ব্যানার্জির রোড শো, জনজোয়ারে ভাসলো আসানসোল


 

অভিষেক ব্যানার্জির রোড শো, জনজোয়ারে ভাসলো আসানসোল 


কাজল মিত্র, আসানসোল : আর একদিন পরেই আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচার শেষ। তাই শেষ মুহূর্তের প্রচারে তৃণমূল কংগ্রেস ও বিজেপি মাটি আঁকড়ে লড়ছে ভোটের ময়দানে। কে কাকে টেক্কা দেবে।

শনিবার তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচারে করলেন সাংসদ অভিষেক ব্যানার্জি। আসানসোল লোকসভা  উপনির্বাচনের প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে একটি মেগা রোড শো করেন। যে মেগা রোড শো'টি  আসানসোলের বিবি কলেজ থেকে শুরু হয়ে গির্জা মোড়ে গিয়ে শেষ হয়। কার্যত জনজোয়ারে ভাসলো আসানসোল। প্রচারে অভিষেক ব্যানার্জির সঙ্গে প্রার্থী শত্রুঘ্ন সিনহা, তাঁর স্ত্রী পুনম সিনহা, মন্ত্রী মলয় ঘটক, সাংসদ কল্যাণ ব্যানার্জি প্রমুখ উপস্থিত ছিলেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় হুড খোলা সুসজ্জিত গাড়িতে চেপে রাস্তার দুপাশে উপস্থিত তৃণমূল সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করেন। অন্যান্যদের মধ্যে ছাড়াও উপস্থিত ছিলেন অভিজিৎ ঘটক, অমরনাথ চ্যাটার্জি, ভি শিবদাসন দাসু, জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।  সমাবেশে বাংলার ঐতিহ্যবাহী লোকনৃত্যেরও আয়োজন করা হয়।