Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নববর্ষ উৎসব উদযাপন


 

নববর্ষ উৎসব উদযাপন 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : শহর বর্ধমানে উদযাপিত হলো বাংলা নববর্ষ উৎসব। প্রভাতী ফেরির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বাবুরবাগ সি এম এস হাইস্কুলের সামনে থেকে প্রভাত ফেরী শুরু হয়ে বিধান স্ট্যাচু প্রদক্ষিণ করে  স্কুলের সামনে এসেই শেষ হয়। উল্লেখ্য, তেরশো পঁচানব্বই বঙ্গাব্দে বাংলা নববর্ষ উৎসব কমিটি বাংলা নববর্ষ উৎসব উদযাপন শুরু করে। বাঙালির প্রাণের উৎসবগুলোর মধ্যে প্রধান সামাজিক উৎসব বাংলা নববর্ষ উৎসব। প্রতি বছরই বাংলা নববর্ষ উৎসব কমিটি উৎসব উদযাপনের আয়োজন করে। এবছরও তার ব্যাতিক্রম হয়নি।

আজ প্রভাত ফেরীর পর  সকাল সাড়ে সাতটায় বাংলা নববর্ষ উৎসব কমিটির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ এর অধিবাসী  বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র কবি জাহাঙ্গীর আলম বাংলাদেশ থেকে ভার্চুয়ালি বাংলা নববর্ষ উৎসব উৎসবের সাফল্য কামনা করেন। 

এরপর নববর্ষ উপলক্ষে স্বরচিত সঙ্গীত পরিবেশন করেন অভিজিৎ দাশগুপ্ত। এছাড়াও সঙ্গীত পরিবেশনায় ছিলেন তনুশ্রী আচার্য্য, মুক্তা রায়, সবিতা চ্যাটার্জী প্রমুখ। আবৃত্তি পরিবেশন করেন  অরবিন্দ সরকার, শিখা সরকার, অরুণ সিকদার, বিউটি সান্যাল, নার্গিস বেগম, সুমনা বসু, সেখ জাহাঙ্গীর, সৈয়দ মুশাররফ আজম, নুর মহম্মদ, অংশু হালদার, পিয়ালী হালদার, আয়েত্রী মন্ডল, দেবদীপ দত্ত, সায়ন কংসবণিক প্রমুখ। শ্রুতিনাটক পরিবেশন করেন অভিজিৎ দাশগুপ্ত এবং সায়ন্তী হাজরা।

বাংলা নববর্ষ উৎসব এর গুরুত্ব বিষয়ক মনোজ্ঞ আলোচনা করেন জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সকলের প্রিয় আলমবাবু। নববর্ষ উৎসব এর তাৎপর্য ব্যাখ্যা করেন সুমনা বসু, বিশ্বজিৎ বিশ্বাস। বাংলা নববর্ষ উৎসব উপলক্ষ্যে  নাটক বিষয়ক আলোচনা করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রমাপতি হাজরা।

অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনায় ব্রতী ছিলেন সন্তোষ সোম, তনত্রয় দাস, অর্পিতা বিশ্বাস, অঙ্কিতা বিশ্বাস, অহন মন্ডল, সঞ্জীব মন্ডল, শ্যামাপ্রসাদ চৌধুরী, নাসিম, সৌম্য পাল, গৌরীশঙ্কর দাশ, সুপ্রকাশ চৌধুরী প্রমুখ সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। এদিনের উৎসবে বর্ধমানের সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্যামাপ্রসাদ চোধুরীর চৌষট্টি তম জন্মদিন পালন করা হয়।

সমগ্র অণুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী সায়ন্তী হাজরা এবং সেখ জাহাঙ্গীর। 

আজকের অনুষ্ঠানে সদ্য প্রয়াত নৃত্যশিল্পী ধ্রুবজ্যোতি বসু, সঙ্গীত শিল্পী তন্ময় চট্টোপাধ্যায় সহ বিগত বছরে সমস্ত প্রয়াত সৃজনশীল মানুষদেরও স্মরণ করা হয়।

সব শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন উৎসব কমিটির পক্ষে কানাই লাল বিশ্বাস।