Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নাকা চেকিংয়ে ৮ লক্ষ টাকা বাজেয়াপ্ত


 

নাকা চেকিংয়ে ৮ লক্ষ টাকা বাজেয়াপ্ত 


কাজল মিত্র, আসানসোল : বৃহস্পতিবার সকালে আসানসোলের ২ নং জাতীয় সড়কের জুবিলি মোড়ে এম ঠাকুর নামে জামুড়িয়ার একটি কারখানা কর্মীর গাড়ি থেকে  প্রায় ৮ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা গেছে, অন্য দিনের মতো আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল থেকে আসানসোল উত্তর থানা কন্যাপুর ফাঁড়ির ২ নং জাতীয় সড়কের জুবিলি মোড়ে চলছিল নাকা চেকিং। সেই সময় একটি গাড়িতে করে এক যুবক জামুড়িয়া যাচ্ছিল। তখন নাকা চেকিংয়ে থাকা পুলিশ ও এসএসটি টিমের আধিকারিকদের সন্দেহ হওয়ায় তাকে থামানো হয়। তারপর তার গাড়ি থেকে ওই  টাকা পাওয়া যায়।

তবে এম ঠাকুর জানায়, জামুরিয়ায় তাদের কারখানা আছে। সেই কারখানার শ্রমিকদের বেতন দিতে ওই টাকা নিয়ে যাচ্ছিলেন তিনি। 

এই প্রসঙ্গে নির্বাচন কমিশনের এসএসটি টিমের আধিকারিক  কিশোর মাড্ডি বলেন, আপাতত সঠিক কাগজপত্র না দেখাতে পারায় ঐ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।