নাকা চেকিংয়ে ৮ লক্ষ টাকা বাজেয়াপ্ত

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

নাকা চেকিংয়ে ৮ লক্ষ টাকা বাজেয়াপ্ত


 

নাকা চেকিংয়ে ৮ লক্ষ টাকা বাজেয়াপ্ত 


কাজল মিত্র, আসানসোল : বৃহস্পতিবার সকালে আসানসোলের ২ নং জাতীয় সড়কের জুবিলি মোড়ে এম ঠাকুর নামে জামুড়িয়ার একটি কারখানা কর্মীর গাড়ি থেকে  প্রায় ৮ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা গেছে, অন্য দিনের মতো আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল থেকে আসানসোল উত্তর থানা কন্যাপুর ফাঁড়ির ২ নং জাতীয় সড়কের জুবিলি মোড়ে চলছিল নাকা চেকিং। সেই সময় একটি গাড়িতে করে এক যুবক জামুড়িয়া যাচ্ছিল। তখন নাকা চেকিংয়ে থাকা পুলিশ ও এসএসটি টিমের আধিকারিকদের সন্দেহ হওয়ায় তাকে থামানো হয়। তারপর তার গাড়ি থেকে ওই  টাকা পাওয়া যায়।

তবে এম ঠাকুর জানায়, জামুরিয়ায় তাদের কারখানা আছে। সেই কারখানার শ্রমিকদের বেতন দিতে ওই টাকা নিয়ে যাচ্ছিলেন তিনি। 

এই প্রসঙ্গে নির্বাচন কমিশনের এসএসটি টিমের আধিকারিক  কিশোর মাড্ডি বলেন, আপাতত সঠিক কাগজপত্র না দেখাতে পারায় ঐ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

Post a Comment

0 Comments