Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নাকা চেকিংয়ে ৮ লক্ষ টাকা বাজেয়াপ্ত


 

নাকা চেকিংয়ে ৮ লক্ষ টাকা বাজেয়াপ্ত 


কাজল মিত্র, আসানসোল : বৃহস্পতিবার সকালে আসানসোলের ২ নং জাতীয় সড়কের জুবিলি মোড়ে এম ঠাকুর নামে জামুড়িয়ার একটি কারখানা কর্মীর গাড়ি থেকে  প্রায় ৮ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা গেছে, অন্য দিনের মতো আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল থেকে আসানসোল উত্তর থানা কন্যাপুর ফাঁড়ির ২ নং জাতীয় সড়কের জুবিলি মোড়ে চলছিল নাকা চেকিং। সেই সময় একটি গাড়িতে করে এক যুবক জামুড়িয়া যাচ্ছিল। তখন নাকা চেকিংয়ে থাকা পুলিশ ও এসএসটি টিমের আধিকারিকদের সন্দেহ হওয়ায় তাকে থামানো হয়। তারপর তার গাড়ি থেকে ওই  টাকা পাওয়া যায়।

তবে এম ঠাকুর জানায়, জামুরিয়ায় তাদের কারখানা আছে। সেই কারখানার শ্রমিকদের বেতন দিতে ওই টাকা নিয়ে যাচ্ছিলেন তিনি। 

এই প্রসঙ্গে নির্বাচন কমিশনের এসএসটি টিমের আধিকারিক  কিশোর মাড্ডি বলেন, আপাতত সঠিক কাগজপত্র না দেখাতে পারায় ঐ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।