Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বাড়ির ছাদ থেকে যুবকের রক্তাক্ত মৃতদেহ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য


 

বাড়ির ছাদ থেকে যুবকের রক্তাক্ত মৃতদেহ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য


কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার চিতালডাঙ্গা গ্রামের একটি বাড়ির ছাদ থেকে উদ্ধার হয়েছে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বুকের মাঝে ছুরির আঘাতে খুন  করা হয়েছে বলে অনুমান পুলিশের। 

পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাতে মনোজ পাতর নামে একজনের মৃতদেহ উদ্ধার হয়। তাঁর নিজের একতলা বাড়ির ছাদ থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মনোজ তাঁর স্ত্রী ও সন্তানদের সাথে, ওই বাড়িতে থাকতো। পেশায়  সাধারণ মজদুরের কাজ করতো। তাঁর স্ত্রী জানায় তাঁরা সেদিন নীচের রুমে শুয়েছিল।  কিন্তু তাঁর স্বামী ছাদের উপরে শুয়ে ছিলেন ।কিন্তু মাঝ রাতে ছাদের মধ্যে তাঁর স্বামীর চিৎকারের আওয়াজ শুনতে পান এর পরেই কোনও  ব্যক্তির পালিয়ে যাওয়ার শব্দও পাওয়া যায়  বলে অভিযোগ স্ত্রীর। তখন আশেপাশে ডাক দেনককষ্ট এবং স্থানীয় লোকজন ও প্রতিবেশীরা যখন ছাদে গিয়ে দেখে তখন  মনোজ পাতর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ।

ঘটনাস্থলে সালানপুর থানার আইসি সহ রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ আসে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বুকে ছুরির  আঘাতের চিহ্ন রয়েছ। তাঁর স্ত্রীর অভিযোগ, তাদের কাছে সামডির দুই ব্যক্তি টাকা পেত সেইজন্যে বৃহস্পতিবার বিকেলে তাদের বাড়িতে এসেছিল। তার স্ত্রীর অভিযোগ তারাই খুন করেছে তার স্বামীকে । 

ঘটনাস্থলে সালানপুর থানার পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করেছে পরিবারের লোকজনকে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে। কী করে এমন হল, তা জানার চেষ্টা করা হচ্ছে। কথা বলার চেষ্টা করা হচ্ছে প্রতিবেশীদের সঙ্গে। ওই বাড়িতে কে বা কারা এসেছিলেন, তা জানার চেষ্টা চলছে। বাড়ি থেকে কিছু খোয়া গিয়েছে কিনা, তা-ও দেখা হচ্ছে।

তবে ঘটনাস্থলে পুলিশ আসার পরেই গ্রাম থেকে এক যুবক কে পালাতে দেখে গ্রামবাসীরা  তারপরেই তাকে গ্রাম থেকে কিছুটা দূরে দৌড়ে গিয়ে গ্রামবাসীরা ওই যুবককে আটক করে টৌএবং তার উপর চড়াও হয়।প স্থানীদের অভিযোগ ওই যুবকই এই হত্যার পিছনে রয়েছে ।পুলিশ ঘটনাস্থল থেকে যুবক কে আটক করে নিয়ে যায়। এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।