দামোদর নদে স্নান করতে নেমে তলিয়ে গেল ২ যুবক
কাজল মিত্র, কুলটি : প্রতি বছরই দামোদর নদের জলে তলিয়ে যাবার ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে কুলটির বেশ কয়েকজন যুবক স্নান করতে আসেন দামোদর নদের বরাকর ঘাটে , তাদের মধ্যে স্নান করতে গিয়ে ২ জন যুবক দামোদরের জলে তলিয়ে যায়। বাকি বন্ধুরা ঘটনার খবর দেয় স্থানীয়দের এবং খবর দেওয়া হয় কুলটি থানার বরাকর ফাঁড়ি পুলিশে।
খবর পেয়ে বরাকর ফাঁড়ির পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তলিয়ে যাওয়া ২ যুবকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।