Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রেল লাইনের কাছ থেকে যুবক-যুবতীর ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধরে চাঞ্চল্য



রেল লাইনের কাছ থেকে যুবক-যুবতীর ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধরে চাঞ্চল্য 

কাজল মিত্র, আসানসোল : রেল লাইনের কাছে যুবক-যুবতীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল রেল মন্ডলের অধীন সীতারামপুরের ঘটনা। বৃহস্পতিবার সকালে সীতারামপুর রেল স্টেশনের পশ্চিম কেবিন সংলগ্ন আপ স্লো মেন লাইনের কাছে জোড়া  মৃত দেহ উদ্ধার করলো সীতারামপুর রেল পুলিশ। 


জানা যায়, সীতারামপুরের পশ্চিম কেবিন সংলগ্ন আপ ও স্লো মেনলাইন থেকে এক যুবক যুবতীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে । যুবকের আনুমানিক বয়স ২৭ বছর এবং যুবতীর ২২ বছর বলে জানা গিয়েছে । তবে এখনও পর্যন্ত মৃত যুবক যুবতীর কোন পরিচয় পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে সীতারামপুর রেল পুলিশ ঘটনাস্থল থেকে যুবক যুবতীর মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে। তবে রেল পুলিশের অনুমান লাইন পারাপার করার সময় রেলে কাটা পড়ে মৃত্যু হয়ে থাকতে পারে। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।