Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তৃণমূলের শ্রমিক ইউনিয়ন অফিস দখল করে জমজমাট ব্যবসা, অভিযোগে গ্রেপ্তার ৪


 

তৃণমূলের শ্রমিক ইউনিয়ন অফিস দখল করে জমজমাট  ব্যবসা, অভিযোগে গ্রেপ্তার ৪ 


গৌতম দাস, বড়শুল : কর্মচারীদের ইউনিয়ন অফিসে লটারি ও  মুরগির জমজমাট ব্যবসা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে জুট মিলের কর্মীদের মধ্যে অসন্তোষ দানা বাঁধে। পূর্ব বর্ধমান জেলার বড়শুলের ঘটনা। প্রতিবাদ জানাতে আজ বর্ধমান দু'নম্বর ব্লকের বড়শুলে জুট মিলের ১০০ কর্মচারী বিক্ষোভ দেখান জুট মিল ইউনিয়ন অফিসের সামনে। 

অভিযোগ দীর্ঘদিন যাবৎ জুট মিলের কর্মচারীদের ইউনিয়ন অফিসে লটারি ও পোল্ট্রি মুরগির দোকান ভাড়া হিসেবে বসানো হয়েছে। অফিসের মধ্যে মুরগি রয়েছে। এবং ডেকোরেটারকেও ভাড়া দেওয়া হয়েছে। টেক্সটাইল এর নামে কংগ্রেস আমলের ইউনিয়ন অফিস। জূট মিল হলেও নতুন করে আর ইউনিয়ন হয়নি। ৪ জন লোক তৃণমূল কংগ্রেস দল না করে মালিক পক্ষের হয়ে আইএনটিটিইউসি'র  নাম করে জোর জুলুম করে ইউনিয়ন করছে। বৃহস্পতিবার শ্রমিকরা সেই ৪ জন ব্যক্তিকে ইউনিয়ন অফিসে আটক করে। পরে পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করে। এছাড়াও জুট মিল ইউনিয়ন অফিসের দোতলায় নিয়মিত মদের আসর বসতো এবং মধুচক্র চলতো বলেও কিছু শ্রমিকের অভিযোগ রয়েছে। তবে এই অভিযোগ খতিয়ে দেখছেন শক্তিগড় থানার পুলিশ।

এদিকে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা গৌরাঙ্গ লাল বসু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ইউনিয়নের সামগ্রিক বিষয়টি বিধায়ক নিশীথ কুমার মালিক কে জানানো হয়েছে। শীঘ্রই তিনি ব্যবস্থা নেবেন।