রাজ্য পুলিশের আইপিএস এবং ডব্লুবিপিএস পদ মর্যাদার অফিসার পদে ব্যাপক রদবদল
জগন্নাথ ভৌমিক, সংবাদ প্রভাতী : রাজ্য পুলিশের আইপিএস এবং ডব্লুবিপিএস পদ মর্যাদার অফিসার পদে ব্যাপক রদবদল করা হলো। মঙ্গলবারই রাজ্য পুলিশের আইজিপি পার্সোনাল ত্রিপুরারি অথর্ভ আদেশনামায় স্বাক্ষর করেছেন। ২৬ এপ্রিল সব মিলিয়ে ২৬ জন অফিসারের বদলির অর্ডার দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের অধিকরণ ভবানী ভবন।
জানা গেছে, এসটিএফ এর আইজি রাজেশ কুমার যাদব বদলি হয়েছেন কলকাতার অ্যাডিশনাল সিপি থ্রি। কলকাতার ডিসিডিডি স্পেশাল দেবস্মিতা দাস কে বদলি করা হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটের ভিসি হেডকোয়ার্টার। বদলির আদেশ নামায় মালদার এসপি অমিতাভ মাইতির যাচ্ছেন পশ্চিমবঙ্গ পুলিশের এসএস আইবি পদে। বিধাননগর পুলিশ কমিশনারেটের ভিসি হেডকোয়ার্টার সূর্য প্রতাপ যাদব যাচ্ছেন কলকাতা পুলিশের ডিসি ডিডি স্পেশাল পদে। পশ্চিমবঙ্গ পুলিশের এসএস আইবি ভি এস আর অনন্থনাগ পশ্চিমবঙ্গ পুলিশের এসএস ঈবি পদে। এসপি বারুইপুর ভৈরব তিওয়ারি বাঁকুড়া জেলার পুলিশ সুপার পদে যাচ্ছেন। এস আর পি খরগপুর মিস পুষ্পা এসপি বারুইপুর পিডি পদে যাচ্ছেন। এসএস সিআইডি প্রদীপ কুমার যাদব মালদা জেলার এসপি পদে যাচ্ছেন। ডায়মন্ড হারবার পিডি পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি যাচ্ছেন রানাঘাটের পুলিশ সুপার পদে। এসপি রানাঘাট সায়ক দাস যাচ্ছেন এসএস সিআইডি পদে। বাঁকুড়া জেলার এসপি ধৃতিমান সরকার যাচ্ছেন এসপি ডায়মন্ড হারবার পদে। চন্দননগর পুলিশ কমিশনারেট এর ডিসি হেডকোয়ার্টার প্রভিন প্রকাশ যাচ্ছেন কলকাতার ভিসি সাইবার ক্রাইম পদে। ব্যারাকপুর এসভিএসপিএ'র ভাইস প্রিন্সিপাল নিধি রাণী যাচ্ছেন চন্দননগর পুলিশ কমিশনারেট এর ডিসি হেডকোয়ার্টার পদে। দার্জিলিং এর অতিরিক্ত পুলিশ সুপার সদর সৌম্যদীপ ভট্টাচার্য হুগলি জেলা গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার পদে যাচ্ছেন। হুগলি জেলা গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার পদে যাচ্ছেন ঐশ্বর্য সাগর পূর্ব মেদিনীপুর এস পি অফিসের ওএসডি পদে। পূর্ব মেদিনীপুর এস পি অফিসের ওএসডি শ্রদ্ধা এন পান্ডে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পদে যাচ্ছেন। পূর্ব মেদিনীপুরের হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পদে যাচ্ছেন পার্থ ঘোষ (ডব্লুবিপিএস) দার্জিলিং এর অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার পদে।
এছাড়াও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি অরিন্দম পাল চৌধুরী জলপাইগুড়ির ডিএসপি ট্রাফিক পদে যাচ্ছেন। জলপাইগুড়ির ডিএসপি ট্রাফিক পদে যাচ্ছেন দেবাশিস দাস যাচ্ছেন জলপাইগুড়ির ডিএসপি ডিইবি পদে যাচ্ছেন। এস এস এফ ব্যাটেলিয়নের এ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট পার্থ রঞ্জন মন্ডল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি পদে। আসানসোল দুর্গাপুর কমিশনারেটের এসিপি মানবেন্দ্র দাস জলপাইগুড়ির ডিএসপি ডিআইবি পদে। জলপাইগুড়ির ডিএসপি ডিআইবি সাইমন তামাঙ্ এস এ পি টেন্থ ব্যাটেলিয়নের এ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট পদে। এ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট পিটিএস সালুয়া বীরেন্দ্র কুমার পাঠক পূর্ব বর্ধমানের ডিএসপি ডি এ্যান্ড টি পদে যাচ্ছেন। পূর্ব বর্ধমানের ডিএসপি ডি এ্যান্ড টি সৌরভ চৌধুরী আসানসোল দুর্গাপুর কমিশনারেটের এসিপি পদে যাচ্ছেন। এছাড়াও আসানসোল দুর্গাপুর কমিশনারেটের এসিপি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় ডিএসপি ডিআইবি ঝাড়গ্রাম পদে যাচ্ছেন।