Scrooling

আর জি কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ, প্রতিবাদ সর্বস্তরে # প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

রাজ্য পুলিশের আইপিএস এবং ডব্লুবিপিএস পদ মর্যাদার অফিসার পদে ব্যাপক রদবদল


 

রাজ্য পুলিশের আইপিএস এবং ডব্লুবিপিএস পদ মর্যাদার অফিসার পদে ব্যাপক রদবদল 


জগন্নাথ ভৌমিক, সংবাদ প্রভাতী : রাজ্য পুলিশের আইপিএস এবং ডব্লুবিপিএস পদ মর্যাদার অফিসার পদে ব্যাপক রদবদল করা হলো। মঙ্গলবারই রাজ্য পুলিশের আইজিপি পার্সোনাল ত্রিপুরারি অথর্ভ আদেশনামায় স্বাক্ষর করেছেন। ২৬ এপ্রিল সব মিলিয়ে ২৬ জন অফিসারের বদলির অর্ডার দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের অধিকরণ ভবানী ভবন।

জানা গেছে, এসটিএফ এর আইজি রাজেশ কুমার যাদব বদলি হয়েছেন কলকাতার অ্যাডিশনাল সিপি থ্রি। কলকাতার ডিসিডিডি স্পেশাল দেবস্মিতা দাস কে বদলি করা হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটের ভিসি হেডকোয়ার্টার। বদলির আদেশ নামায় মালদার এসপি অমিতাভ মাইতির যাচ্ছেন পশ্চিমবঙ্গ পুলিশের এসএস আইবি পদে। বিধাননগর পুলিশ কমিশনারেটের ভিসি হেডকোয়ার্টার সূর্য প্রতাপ যাদব যাচ্ছেন কলকাতা পুলিশের ডিসি ডিডি স্পেশাল পদে। পশ্চিমবঙ্গ পুলিশের এসএস আইবি ভি এস আর অনন্থনাগ পশ্চিমবঙ্গ পুলিশের এসএস ঈবি পদে। এসপি বারুইপুর ভৈরব তিওয়ারি বাঁকুড়া জেলার পুলিশ সুপার পদে যাচ্ছেন। এস আর পি খরগপুর মিস পুষ্পা এসপি বারুইপুর পিডি পদে যাচ্ছেন। এসএস সিআইডি প্রদীপ কুমার যাদব মালদা জেলার এসপি পদে যাচ্ছেন। ডায়মন্ড হারবার পিডি পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি যাচ্ছেন রানাঘাটের পুলিশ সুপার পদে। এসপি রানাঘাট সায়ক দাস যাচ্ছেন এসএস সিআইডি পদে। বাঁকুড়া জেলার এসপি ধৃতিমান সরকার যাচ্ছেন এসপি ডায়মন্ড হারবার পদে। চন্দননগর পুলিশ কমিশনারেট এর ডিসি হেডকোয়ার্টার প্রভিন প্রকাশ যাচ্ছেন কলকাতার ভিসি সাইবার ক্রাইম পদে। ব্যারাকপুর এসভিএসপিএ'র ভাইস প্রিন্সিপাল নিধি রাণী যাচ্ছেন চন্দননগর পুলিশ কমিশনারেট এর ডিসি হেডকোয়ার্টার পদে। দার্জিলিং এর অতিরিক্ত পুলিশ সুপার সদর সৌম্যদীপ ভট্টাচার্য হুগলি জেলা গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার পদে যাচ্ছেন। হুগলি জেলা গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার পদে যাচ্ছেন ঐশ্বর্য সাগর পূর্ব মেদিনীপুর এস পি অফিসের ওএসডি পদে। পূর্ব মেদিনীপুর এস পি অফিসের ওএসডি শ্রদ্ধা এন পান্ডে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পদে যাচ্ছেন। পূর্ব মেদিনীপুরের হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পদে যাচ্ছেন পার্থ ঘোষ (ডব্লুবিপিএস) দার্জিলিং এর অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার পদে।

এছাড়াও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি অরিন্দম পাল চৌধুরী জলপাইগুড়ির  ডিএসপি ট্রাফিক পদে যাচ্ছেন। জলপাইগুড়ির  ডিএসপি ট্রাফিক পদে যাচ্ছেন দেবাশিস দাস যাচ্ছেন জলপাইগুড়ির  ডিএসপি ডিইবি পদে যাচ্ছেন। এস এস এফ ব্যাটেলিয়নের এ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট পার্থ রঞ্জন মন্ডল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি পদে। আসানসোল দুর্গাপুর কমিশনারেটের এসিপি মানবেন্দ্র দাস জলপাইগুড়ির ডিএসপি ডিআইবি পদে। জলপাইগুড়ির ডিএসপি ডিআইবি সাইমন তামাঙ্ এস এ পি টেন্থ ব্যাটেলিয়নের এ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট পদে। এ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট পিটিএস সালুয়া বীরেন্দ্র কুমার পাঠক পূর্ব বর্ধমানের ডিএসপি ডি এ্যান্ড টি পদে যাচ্ছেন। পূর্ব বর্ধমানের ডিএসপি ডি এ্যান্ড টি সৌরভ চৌধুরী আসানসোল দুর্গাপুর কমিশনারেটের এসিপি পদে যাচ্ছেন। এছাড়াও আসানসোল দুর্গাপুর কমিশনারেটের এসিপি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় ডিএসপি ডিআইবি ঝাড়গ্রাম পদে যাচ্ছেন।