ভগবত কথা ও যজ্ঞানুষ্ঠানে মেয়র

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

ভগবত কথা ও যজ্ঞানুষ্ঠানে মেয়র



 

ভগবত কথা ও যজ্ঞানুষ্ঠানে মেয়র

কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলার জেমারী রেলগেট ময়দানে ৯ দিন ব্যাপী শুরু হয়েছে ভগবত কথা ও যজ্ঞানুষ্ঠান। শনিবার অনুষ্ঠানে ভগবানের আশীর্বাদ নিতে এলেন আসানসোল পৌর নিগমের মেয়র তথা বারাবনির বিধায়ক তথা পশ্চিম বর্ধমানের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিধান উপাধ্যায়। এদিন ভগবান গোপালের কাছে তিনি সবার মঙ্গল কামনা করেন। বিধান বাবুর সঙ্গে উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং সহ জেমারী অঞ্চলের সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।

এদিন বিধান উপাধ্যায় বলেন, প্রতি বছর আমি এই অনুষ্ঠানে আশি। প্রচুর মানুষ ভাগবত কথা শুনতে আসেন। পুরো গ্রাম বাসীরা মিলে এত সুন্দর একটা অনুষ্ঠান করেন তা সত্যি দেখার মত।

Post a Comment

0 Comments