Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আগুনে ভস্মীভূত তিনটি পরিবারের পাশে দাঁড়ালো তৃণমূল কংগ্রেস নেতৃত্ব


 

আগুনে ভস্মীভূত তিনটি পরিবারের পাশে দাঁড়ালো তৃণমূল কংগ্রেস নেতৃত্ব 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : গভীর রাতে তিনটি বাড়িতে আগুন লেগে সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেল। শহর বর্ধমানের অদূরে বিজয়রাম এলাকার ঘটনা। আগুনে সর্বশান্ত পরিবারের পাশে দাঁড়াল বর্ধমান ১ ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। পরিবার পিছু ১৫ হাজার করে টাকা, পরিবারের সকল সদস্যদের জামা কাপড় এবং পুড়ে যাওয়া বাড়ি তৈরি করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। 

ঘটনার বিবরণে জানা যায়, গত মঙ্গলবার গভীর রাতে হঠাৎই আগুন লেগে পুড়ে যায় পূর্ব বর্ধমান জেলার রায়ান ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজয়রাম এলাকার ৩ টি বাড়ি। বাড়িতে থাকা ৯টি গবাদিপশু পুড়ে মারা যায়। রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ডের মত গুরুত্বপূর্ণ নথিপত্র সবই পুড়ে ভস্মীভূত হয়ে যায়। সংসারের প্রয়োজনীয় বাসনপত্র, জামাকাপড় সবই আগুন লেগে নষ্ট হয়ে গেছে। ঘটনার সময় ওই পরিবারগুলির সদস্যরা কোনক্রমে বাইরে বেরিয়ে এসে প্রাণে বেঁচে যান। আগুনে সর্বস্ব হারিয়ে পরিবারগুলি নিঃস্ব হয়ে যায়। বিজয়রাম এলাকার আনোয়ারা শেখের বাড়িতে ভাড়াটিয়া হিসাবে থাকত এই তিনটি পরিবার। মিঠু সেখ, মৌসুমি বিবি ও সেখ সামিম এই তিন পরিবার আনোয়ারা সেখের কাঁচা বাড়িতে ভাড়া থাকতেন। মুলিবাঁশ ও খড়ের চাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। ফলে কোন কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। পেশায় দিনমজুর এই পরিবারগুলি আগুনে সর্বস্ব হারিয়ে চরম দুশ্চিন্তার মধ্যে পড়েন। 

বৃহস্পতিবার সর্বহারা এই পরিবারগুলোর পাশে আর্থিক সাহায্য দিতে  হাজির হয়েছিলেন বর্ধমান ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাকলি তা, রায়ান ১  তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সেখ জামাল সহ স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আর্থিক সাহাযের পাশাপাশি জামা-কাপড় তুলে দেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।