Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ইউজিসি'র অনুমোদন পেল জামালপুর মহাবিদ্যালয়


 

ইউজিসি'র অনুমোদন পেল জামালপুর মহাবিদ্যালয় 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের অধিবাসীদের দীর্ঘদিনের দাবি মেনেই ২০০৯ সালে জামালপুরে প্রতিষ্ঠিত হয় জামালপুর মহাবিদ্যালয়। জামালপুর ব্লকের বিভিন্ন গ্রাম ছাড়াও পার্শ্ববর্তী ব্লকের ছাত্র-ছাত্রীদের আর ব্লক ছাড়িয়ে দূরবর্তী কলেজে যেতে হচ্ছে না। কলা বিভাগের বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ তারা এই জামালপুর মহাবিদ্যালয়েই পাচ্ছে। এতদিন পর্যন্ত ইউ জি সি'র কোন অনুমোদন ছিল না এই মহাবিদ্যালয়ের। দীর্ঘ ১৩ বছর পর অবশেষে মিলল সেই অনুমোদন। 

ইউ জি সি থেকে অনুমোদনের প্রতিলিপি এসে পৌঁছেছে জামালপুর মহাবিদ্যালয়ে। ২(এফ) এবং ১২বি অফ দি ইউ জি সি অ্যক্ট অনুযায়ী এই অনুমোদন মহাবিদ্যালয় কে দেওয়া হয়েছে। কলেজ পরিচালন সমিতির সভাপতি ভূতনাথ মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান এটি অত্যন্ত আনন্দের একটি খবর। প্রত্যন্ত গ্রাম বাংলায় এই মহাবিদ্যালয়কে  অনুমোদন দেওয়ার জন্য তিনি ইউ জি সি কে ধন্যবাদ জানান। এবার কলেজের প্রকৃত উন্নয়ন হবে বলে তিনি মনে করেন।

 মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় হালদার জানান,  তাদের এতদিনের চেষ্টার আজ সুফল পাওয়া গেছে। এটা সত্যিই অত্যন্ত একটা আনন্দের এবং খুশির খবর মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং জামালপুর ব্লকের জন্য। ইউজিসি'র এই অনুমোদন আসায় মহাবিদ্যালয় ছাত্র-ছাত্রী এবং এলাকাবাসী অত্যন্ত খুশি বলে জানা গেছে।