Scrooling

আর জি কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ, প্রতিবাদ সর্বস্তরে # প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

ইউজিসি'র অনুমোদন পেল জামালপুর মহাবিদ্যালয়


 

ইউজিসি'র অনুমোদন পেল জামালপুর মহাবিদ্যালয় 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের অধিবাসীদের দীর্ঘদিনের দাবি মেনেই ২০০৯ সালে জামালপুরে প্রতিষ্ঠিত হয় জামালপুর মহাবিদ্যালয়। জামালপুর ব্লকের বিভিন্ন গ্রাম ছাড়াও পার্শ্ববর্তী ব্লকের ছাত্র-ছাত্রীদের আর ব্লক ছাড়িয়ে দূরবর্তী কলেজে যেতে হচ্ছে না। কলা বিভাগের বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ তারা এই জামালপুর মহাবিদ্যালয়েই পাচ্ছে। এতদিন পর্যন্ত ইউ জি সি'র কোন অনুমোদন ছিল না এই মহাবিদ্যালয়ের। দীর্ঘ ১৩ বছর পর অবশেষে মিলল সেই অনুমোদন। 

ইউ জি সি থেকে অনুমোদনের প্রতিলিপি এসে পৌঁছেছে জামালপুর মহাবিদ্যালয়ে। ২(এফ) এবং ১২বি অফ দি ইউ জি সি অ্যক্ট অনুযায়ী এই অনুমোদন মহাবিদ্যালয় কে দেওয়া হয়েছে। কলেজ পরিচালন সমিতির সভাপতি ভূতনাথ মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান এটি অত্যন্ত আনন্দের একটি খবর। প্রত্যন্ত গ্রাম বাংলায় এই মহাবিদ্যালয়কে  অনুমোদন দেওয়ার জন্য তিনি ইউ জি সি কে ধন্যবাদ জানান। এবার কলেজের প্রকৃত উন্নয়ন হবে বলে তিনি মনে করেন।

 মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় হালদার জানান,  তাদের এতদিনের চেষ্টার আজ সুফল পাওয়া গেছে। এটা সত্যিই অত্যন্ত একটা আনন্দের এবং খুশির খবর মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং জামালপুর ব্লকের জন্য। ইউজিসি'র এই অনুমোদন আসায় মহাবিদ্যালয় ছাত্র-ছাত্রী এবং এলাকাবাসী অত্যন্ত খুশি বলে জানা গেছে।