Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

চন্দ্রচুর মন্দিরে গাজন উৎসবে মানুষের ঢল


 

চন্দ্রচুর মন্দিরে গাজন উৎসবে মানুষের ঢল 


কাজল মিত্র, আসানসোল : আজ নীলের গাঁজন  উপলক্ষে আসানসোল চন্দ্রচূড় মন্দিরে মহাধূমধাম সহকারে চলে মহাদেবের আরাধনা। আসানসোলে ২ নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত বাবা চন্দ্রচুড় মন্দির। পরম্পরা অনুযায়ী আজকের এই দিনটিতে গাজন উৎসব ধুমধামের সাথে পালন করা হয়। এই মন্দির কমিটির পক্ষ থেকে  ৭ দিন ধরে মেলার আয়োজন এর সাথে থাকে নানা বিচিত্রা অনুষ্ঠান। 

বহু দূর দূরান্ত থেকে ভক্তদের ঢল দেখা গেল এই মন্দির প্রাঙ্গণে। এলাকার মহিলা ও পুরুষেরা বাবার মাথায় জল ঢালার জন্য সকাল থেকে মন্দিরে লাইন দেয়।  মন্দিরে ভক্তদের পুজো দেওয়ার সাথে সাথে মানত কামনা পূরণ করতে দন্ডি কাটতে দেখা যায়।

আট থেকে আশি সকলে চন্দ্রচূড় শিবের মাথায় জল ঢালেন। সব মিলিয়ে গাজন উৎসব মহাসমারোহে পালিত হয় চন্দ্রচূড় মন্দিরে। শিল্পাঞ্চলের সাধারণ মানুষ ও ভক্তগণ এই গাজন উৎসব উদযাপন করার মূল কান্ডারীর দায়িত্ব পালন করেন।

জানা যায় যে এই চন্দ্রচুর মন্দির বহু প্রাচীন মন্দির  এই মন্দির প্রায় কয়েকশো বছর আগে এক কৃষক লাঙ্গল চালাতে গিয়ে একটি  শিলা পায়, শিলা পাওয়ার পরে স্বপ্নাদেশ পায়। তার পরে প্রতিষ্ঠা হয় চন্দ্রচূড় মন্দির। সেই থেকেই এই মন্দিরে ধুমধামের সাথে পূজা অর্চনা হয়ে আসছে।