Scrooling

ঘূর্ণিঝড় রিমাল : পূর্ব বর্ধমানে ৪টি ব্লক ক্ষতিগ্রস্ত, মৃত ২ # চুরুলিয়ায় ৫ দিন ব্যাপী নজরুল স্মরণে বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা # নন্দীগ্রামে বিজেপি সমর্থক খুনে রিপোর্ট চাইলো কমিশন # ১৮ তম লোকসভা নির্বাচনের ফলাফল জানা যাবে ৪ জুন

দুঃস্থ মানুষদের নতুন পোশাক ও ঈদের সামগ্রী প্রদান


 

দুঃস্থ মানুষদের নতুন পোশাক ও ঈদের সামগ্রী প্রদান 


সেখ সামসুদ্দিন, ২৭ এপ্রিল : মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা ১০ নং ওয়ার্ড কাউন্সিলার সুপ্রিয় সামন্তের উদ‍্যোগে ওয়ার্ড অফিসের সামনে থেকে দুঃস্থ মানুষের মধ‍্যে কাপড়, সিমুই, চিনি তুলে দেন। প্রতি বছরের ন‍্যায় ঈদের আগে এই মহতী উদ‍‍্যোগ নিয়ে থাকেন। শুধু  ঈদের সময় নয়, বছরের বিভিন্ন পার্বনে ও ঋতুতে শহরবাসীর পাশে থাকেন। এদিন প্রায় দুই শতাধিক মহিলা, পুরুষ ও শিশুদের হাতে পোশাক সহ ঈদের সামগ্রী প্রদান করা হয়।