Scrooling

হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২৫ আগস্ট বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

পাড়ার জঙ্গল সাফ করায় নজর কাড়ছে বর্ধমানের সৃজন সংঘ


 

পাড়ার জঙ্গল সাফ করায় নজর কাড়ছে বর্ধমানের সৃজন সংঘ


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমানের হ্যাচারি মাঠ সৃজন সংঘের উদ্যোগ নজর কাড়ছে। প্রতি রবিবার হ্যাচারি মাঠের বাসিন্দারা পাড়ার জঙ্গল সাফ করার কর্মসূচি নিয়েছেন। ইতিমধ্যেই তাঁরা তিনটি রবিবার পাড়ার জঙ্গল সাফ করে বিভিন্ন মহলে সাড়া ফেলতে সক্ষম হয়েছেন। মূলতঃ এলাকার পরিবেশকে স্বচ্ছ সুন্দর রাখতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন সৃজন সংঘের সম্পাদক চন্দ্রশেখর পাল। 

আসলে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর সহজ পাঠের পরিবেশ সচেতনতার সেই বিখ্যাত কবিতার উদ্ধৃতি "আজ মঙ্গলবার। পাড়ার জঙ্গল সাফ করার দিন.."। কবি গুরুর পরিবেশ ভাবনায় অনুপ্রাণিত হয়েই বর্ধমানের হ্যাচারি মাঠ সৃজন সংঘ এগিয়ে চলেছে। তবে মঙ্গলবার নয়, তাদের কর্মসূচি চলছে প্রতি রবিবার। 

ইতিমধ্যেই তাদের এই ভাবনা স্থানীয় মানুষদের সামিল করার পাশাপাশি বৃহত্তর অঙ্গনে বার্তা দিতে সক্ষম হয়েছে। হ্যাচারি মাঠ সৃজন সংঘের এই উদ্যোগে এবার সামিল হলো স্বেচ্ছাসেবী সংস্থা "বর্ধমান ওয়েভ"। ২৪ এপ্রিল রবিবার সকাল সকাল পাড়ার বাসিন্দারা দা-কাস্তে-কোদাল-হাসুয়া নিয়ে লেগে পড়লেন পাড়ার জঙ্গল সাফ করতে। এদিন মূলত: রাস্তার ধারে সব পার্থেনিয়াম গাছ কাটা হয়। পরে পাড়ার ছেলে-বুড়ো-মেয়েরা সকলে একটা পিকনিকের আয়োজন করে। এদিনও গোটা পাড়া একটা উৎসবে মেতে ওঠে। 

সৃজন সংঘের সম্পাদক চন্দ্রশেখর পাল জানালেন, এই অভিযান আমাদের রুটিন মাফিক প্রতি রবিবারই হয়ে আসছে। এটা নিয়ে পরপর তিনটে রবিবার হলো। এখন দারুন উৎসাহ আর উদ্দীপনার সাথে সবাই মিলে এই কাজ করছি। আর একজন সদস্য কমল চন্দ্র গায়েন বললেন, এই তিনটে রবিবারেই পাড়া পরিষ্কার হয়ে গেছে। রাস্তাঘাট ঝকঝক করছে। আমরা এরপর ড্রেন, খালি জায়গা, জলা জায়গা গুলিতে কাজ করবো, যাতে মশা বাহিত রোগ প্রতিরোধ করতে পারি। 

২৪ এপ্রিল অভিযানের অন্যতম সহযোগী সংস্থা বর্ধমান ওয়েভ এর সম্পাদক অনির্বাণ হাজরা বললেন, হ্যাচারি মাঠের বাসিন্দারা এই উদ্যোগ নেওয়ার খবর আমরা দেখে ওনাদের সাথে সামিল হলাম। খুব ভালো লাগলো। আগামী দিনে এইধরনের কাজে বর্ধমান ওয়েভ পাশে থাকবে।