বর্ধমান সাহিত্য পরিষদ ক্রমশঃ প্রাণবন্ত হয়ে উঠছে
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমান সাহিত্য পরিষদ ক্রমশঃ প্রাণবন্ত হয়ে উঠছে। নানা অনুষ্ঠান, সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মসূচিতে মুখর বর্ধমান সাহিত্য পরিষদ ভবন। শুরু হয়েছে মাসিক সাহিত্য চর্চার আসর। শনিবার প্রথম মাসিক সাহিত্যের আসর অনুষ্ঠিত হয়। গান, আবৃত্তি, গল্প পাঠ এর মধ্য দিয়ে এক মনোরম সাহিত্যের আসর চলে। প্রারম্ভিক বক্তব্যের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা করেন বর্ধমান সাহিত্য পরিষদের সম্পাদক কাশীনাথ গাঙ্গুলি। অন্যান্যদের মধ্য কার্যকরী সভাপতি অধ্যাপক সুকান্ত সেন, সহ সভাপতি নিতাই মুখার্জী, প্রদীপ ব্যানার্জি বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন অধ্যাপক সুজিত চট্টোপাধ্যায় ও সায়ন্তী হাজরা।
সংগীত পরিবেশন করেন মনিদিপা মজুমদার, লাবন্য নন্দী, তন্দ্রা বসাক, রুবিয়া আজম, সৌম্য মণ্ডল, করবী ঘোষ, সবিতা চট্টোপাধ্যায়। পথের কথা গল্প বলে সাংবাদিক উদিত সিংহ সবার মন কাড়েন। কবিতা পাঠ ও আবৃত্তি পরিবেশন করেন কাজল সাহা, তাপস ভূষণ সেনগুপ্ত, মুশাররফ আজম, সুমিত্রা ভট্টাচার্য, সৌম্য পাল, তারা সরকার, সুষমা মিত্র, সুভাষ মিত্র, সমাপ্তিকা মণ্ডল, সুধীর কুমার হাজরা, অশোক মণ্ডল, রীনা কুন্ডু প্রমুখ।
শুরুতেই বহুজনের উপস্থিতিতে মাসিক সাহিত্যের আসর প্রাণবন্ত হয়ে ওঠে। বর্ধমানের গর্ব সাহিত্য পরিষদ, এদিনের অনুষ্ঠানে বহু বিশিষ্ট শিল্পী, কবি সাহিত্যিকদের উপস্থিতিতে কার্যত মিলন মেলায় পরিনত হয়।