Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আম্বেদকরের জন্মদিন পালন ও কৃতি ছাত্র-ছাত্রীদেরদের সংবর্ধনা


 

আম্বেদকরের জন্মদিন পালন ও কৃতি ছাত্র-ছাত্রীদেরদের সংবর্ধনা 


অতনু হাজরা, জামালপুর : দেশ জুড়ে পালিত হচ্ছে ভারতের সংবিধানের রূপকার ভীমরাও রামজি আম্বেদকর বা ভারতরত্ন বাবাসাহেব আম্বেদকর এর জন্ম জয়ন্তী। আম্বেদকর এর জন্ম জয়ন্তী কে সামনে রেখে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লক অফিসে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ।

 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান জামালপুরের বিডিও শুভঙ্কর মজুমদার ও বিসিডব্লিউ অফিসার সুপ্রভাত মুখার্জি। প্রথমেই আম্বেদকর এর ছবিতে মাল্যদান করা হয় তারপরে কিছু তপশিলি জাতি ও উপজাতি মানুষের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।  এবং পার্শ্ববর্তী দুইটি স্কুল সেলিমাবাদ হাইস্কুল ও জামালপুর হাই স্কুলের তপশিলী জাতি ও উপজাতি কৃতি ছাত্র-ছাত্রীদের উপহার তুলে দেওয়া হয়। উপহার হিসেবে তাদের ফুল, পেন এবং মিষ্টির প্যাকেট দেওয়া হয়। 

বিডিও শুভঙ্কর মজুমদার জানান সরকারি নির্দেশ মোতাবেক তারা আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন। পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান জানান, রাজ্য সরকার বিভিন্ন মনিষীর জন্মদিন  শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে পালন করে থাকে। বাবাসাহেব আম্বেদকর ভারতবর্ষের সংবিধানের রূপকার আজ তার জন্মদিনে তাকে সম্মান জানাতে পেরে তারা যথেষ্টই গর্ব অনুভব করছেন বলে জানান। বিসি ডাবলু অফিসার সুপ্রভাত মুখার্জি জানান বিডিও সাহেবের নির্দেশ মতো তিনি তার দপ্তরের পক্ষ থেকে এই ছোট্ট অনুষ্ঠানটির আয়োজন করেছেন। এই অনুষ্ঠানে কিছু তপশিলি জাতি ও উপজাতি মানুষের হাতে শংসাপত্র ও পার্শ্ববর্তী দুই স্কুলের কিছু তপশিলি জাতি ও উপজাতি কৃতি ছাত্রদের সংবর্ধনা দেওয়া হয়।