Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আসানসোলে মলয় ঘটক এর হাত ধরে কংগ্রেস নেতা সহ শতাধিক তৃণমূলে


 

আসানসোলে মলয় ঘটক এর হাত ধরে কংগ্রেস নেতা সহ শতাধিক তৃণমূলে 


কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলায়  আসানসোল পৌর নিগমের নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ক্ষেত্র ক্রমশঃ শক্ত হয়ে উঠছে। এর প্রভাব যে ভোট বাক্সে প্রতিফলিত হবে সেটা বলার অপেক্ষা রাখে না। বৃহস্পতিবারই রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের হাত ধরে শতাধিকজন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন আসানসোলের ১০৩ নম্বর ওয়ার্ডের বোল্ডি গ্রামে একটি নির্বাচনী সভার আয়োজন করা হয়েছিল। যেখানেই উপস্থিত ছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র তথা বিধায়ক বিধান উপাধ্যায় এবং অন্যান্যরা।

এই সভায় ১০৩ নম্বর ওয়ার্ডের কংগ্রেস নেতা রাহুল বাউরি সহ শতাধিক কংগ্রেস কর্মী সমর্থক মন্ত্রী মলয় ঘটক ও মেয়র বিধান উপাধ্যায় এর হাত ধরে তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। 

এদিনের নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মলয় ঘটক বলেন, এবার আসানসোল লোকসভা আসন তৃণমূল কংগ্রেসের দখলে আসবে। ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহাকে বিজয়ী করার আবেদন জানান মলয় বাবু। এবারে মানুষ তৃণমূলের পক্ষেই ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবার নতুন ইতিহাস তৈরি হবে আসানসোল লোকসভা উপনির্বাচনে।  প্রথমবার এই আসন তৃণমূলের ঝুলিতে আসবে।  তিনি বলেন,  শত্রুঘ্ন সিনহার মতো একজন প্রার্থী আসানসোলের মানুষের জন্য উপযুক্ত কারণ তিনি এমন ব্যক্তি যিনি বিজেপিতে থাকাকালীনও বিজেপির জনবিরোধী নীতির বিরোধিতা করেছিলেন। তিনি আরও বলেন, শত্রুঘ্ন সিনহা যদি এখান থেকে নির্বাচনে জয়ী হন। তিনি উচ্চকণ্ঠে সংসদে আসানসোলের সমস্যা তুলে ধরবেন। যার ফলে আসানসোলে কেন্দ্রীয় সরকারের সৎ মায়ের আচরণের অবসান ঘটবে। তাই মন্ত্রী আসন্ন লোকসভা উপনির্বাচনে হাতজোড় করে তৃণমূল কংগ্রেসকে জয়ী করার আবেদন  জানিয়েছেন।