বর্ধমান পৌরসভার নতুন পৌরপতি পারিষদ
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমান পৌরসভায় গঠিত হলো পৌরপতি পারিষদ। ৩৫ জন কাউন্সিলরদের মধ্যে থেকে ৫ জনকে নিয়ে গঠন করা হয়েছে পৌরপতি পরিষদ।
বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার জানিয়েছেন, পৌরপতি পারিষদের সদস্যরা হলেন রত্না রায়, উমা সাঁই, প্রদীপ রহমান, সুমিত কুমার শর্মা, সুশান্ত প্রামানিক। সকলেই আজ শপথ গ্রহণ করেছেন।