চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

মহিলাদের নিয়ে ঋতুচক্রের স্বাস্থ্যবিধি সম্পর্কিত সচেতনতা শিবির


 

মহিলাদের নিয়ে ঋতুচক্রের স্বাস্থ্যবিধি সম্পর্কিত সচেতনতা শিবির 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : স্বেচ্ছাসেবী সংগঠন মিলিত প্রয়াসের পক্ষ থেকে বেলকাশ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বহরপুর গ্রামে বালক সংঘ ক্লাবে মহিলাদের নিয়ে ঋতুচক্রের স্বাস্থ্যবিধি সম্পর্কিত এক সচেতনতা শিবিরেরমহিলাদের নিয়ে ঋতুচক্রের স্বাস্থ্যবিধি সম্পর্কিত এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল।

সংস্থার সম্পাদক প্রতনু রক্ষিত জানান,  আজকের এই সচেতনতা শিবিরে গ্রামের ১৮ থেকে ৪০ বছর বয়সের প্রায় ৩০ জন মহিলা অংশগ্রহণ করেন। সংস্থার সদস্যা মৌপিয়া রায় ও শাশ্বতী দাস জানান, এইদিন মহিলাদের সচেতন করার সাথে সাথে প্রত্যেককে স্যানিটারি ন্যাপকিন ও ঋতুচক্রের স্বাস্থ্যবিধি সম্পর্কিত পুস্তিকা প্রদান করা হয়।

আজকের এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন সৌরমী রক্ষিত, রুপালি দাস, ঝুমা দাস, তনুশ্রী দাস সহ অন্যান্য সদস্যবৃন্দ।