চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

সরকারি প্রকল্পে মৃত ব্যক্তির নামে বাড়ির অনুমোদনের অভিযোগ


 

সরকারি প্রকল্পে মৃত ব্যক্তির নামে বাড়ির অনুমোদনের অভিযোগ 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বাংলা আবাস যোজনা প্রকল্পে মৃত ব্যক্তির নামে ঘর অনুমোদন করে টাকা তুলে নেওয়ার অভিযোগে আলোড়ন ছড়িয়ে পড়েছে। ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। পূর্ব বর্ধমান জেলার কালনা-১ ব্লকের নান্দাই পঞ্চায়েতের ঘটনা।   অভিযোগ উঠেছে বাংলা আবাস যোজনা প্রকল্পে মৃত ব্যক্তির নামে ঘর অনুমোদন করে টাকা তুলে নেওয়া হয়েছে। আর এনিয়েই জেলা জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। সোমবার বিডিও'র কাছে অভিযোগ জমা পড়েছে। কালনা ১ ব্লকের বিডিও সেবন্তী বিশ্বাস বলেন, ক'দিন আগে কয়েকজন ঘরের টাকা পাননি বলে অভিযোগ করেছিলেন। তদন্ত শুরু হয়েছে। এদিন মৃত ব্যক্তির নামে ঘর অনুমোদনের একটি অভিযোগ জমা পড়েছে। 

এদিকে এই ঘটনায় বিরোধীরা সরাসরি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেবাংলা আবাস যোজনা প্রকল্পে মৃত ব্যক্তির নামে ঘর অনুমোদন করে টাকা তুলতে শুরু করেছে।