Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সরকারি প্রকল্পে মৃত ব্যক্তির নামে বাড়ির অনুমোদনের অভিযোগ


 

সরকারি প্রকল্পে মৃত ব্যক্তির নামে বাড়ির অনুমোদনের অভিযোগ 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বাংলা আবাস যোজনা প্রকল্পে মৃত ব্যক্তির নামে ঘর অনুমোদন করে টাকা তুলে নেওয়ার অভিযোগে আলোড়ন ছড়িয়ে পড়েছে। ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। পূর্ব বর্ধমান জেলার কালনা-১ ব্লকের নান্দাই পঞ্চায়েতের ঘটনা।   অভিযোগ উঠেছে বাংলা আবাস যোজনা প্রকল্পে মৃত ব্যক্তির নামে ঘর অনুমোদন করে টাকা তুলে নেওয়া হয়েছে। আর এনিয়েই জেলা জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। সোমবার বিডিও'র কাছে অভিযোগ জমা পড়েছে। কালনা ১ ব্লকের বিডিও সেবন্তী বিশ্বাস বলেন, ক'দিন আগে কয়েকজন ঘরের টাকা পাননি বলে অভিযোগ করেছিলেন। তদন্ত শুরু হয়েছে। এদিন মৃত ব্যক্তির নামে ঘর অনুমোদনের একটি অভিযোগ জমা পড়েছে। 

এদিকে এই ঘটনায় বিরোধীরা সরাসরি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেবাংলা আবাস যোজনা প্রকল্পে মৃত ব্যক্তির নামে ঘর অনুমোদন করে টাকা তুলতে শুরু করেছে।