Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রামকৃষ্ণদেবের জন্মতিথিতে আশ্রমের কাজে বাধা দেওয়ার অভিযোগ



 

রামকৃষ্ণদেবের জন্মতিথিতে আশ্রমের কাজে বাধা দেওয়ার অভিযোগ 


সেখ সামসুদ্দিন, মেমারি : দেবীপুর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে শ্রীশ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্যোক্তা দেবীপুর বাজারের ব‍্যবসায়ী রাজেশ্বর দাস জানান, ভোর তিনটে থেকে ঠাকুরের নাম সংকীর্তন, সকাল আটটা থেকে চলে পূজা, হোম-যজ্ঞ, ফলভোগ বিতরণ এবং অন্য ভোগ বিতরণ। পূজা, হোম যজ্ঞ করেন রামকৃষ্ণ মিশনের শ্রীদীপ মহারাজ। প্রায় আড়াই হাজার মানুষ এদিন বিকাল ৫ টা পর্যন্ত অন্নভোগ গ্রহণ করেন এবং অনেকে বাড়ির জন্যও নিয়ে যান।

 এই সময়ে ঠাকুরের গান, কথামৃত পাঠ ইত্যাদি পরিবেশিত হয়। এদিন প্রায় দুই শতাধিক মহিলা পুরুষকে শাড়ি ও লুঙ্গি দেওয়া হয়। রাজেশ্বর বাবু আক্ষেপ করেন এখানে ঠাকুরের আশ্রম প্রতিষ্ঠা করতে গিয়ে একশ্রেণীর মানুষের কুদৃষ্টিতে পড়েছেন। ফলে তাদের দ্বারা নানানভাবে অত্যাচারিত হচ্ছেন। আজকের এই অনুষ্ঠান উপলক্ষে জিটি রোড সাইডে সরকারি জায়গায় কাঠের উনুন করে রান্না করার উদ্দেশ্যে কাজ করতে গেলে চোটখন্ড নিবাসী কয়েকজন লাথি মেরে উনুনগুলি ভেঙে দিয়ে যায় এবং জি টি রোড সাইড নিজেদের দখলে রাখা পিলারগুলি ভেঙে দিয়ে যায়। এ বিষয়ে মেমারি থানাতে অভিযোগ জানিয়েছেন। তিনি বলেন, 'ভগবান তাদের ক্ষমা করুন পায়ে করে লাথি মেরে উনুন ভাঙার সাজা থেকে। তাদের চেতনা জাগুক এই ধরনের পদক্ষেপ থেকে। আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখছি ঠাকুরের এই আশ্রমের কাজে যাতে কোনো বাধা বিঘ্ন না ঘটে সে বিষয়ে সহায়তার জন্য।' ওখানে কর্মরত মহিলা পুরুষ কর্মীরাও অভিযোগ করেন, তারা যখন কাজ করছিল তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে তাদের সরিয়ে দিয়ে ভাঙচুর চালিয়ে যায়। আশ্রমের ফ্লেক্স ছিঁড়ে দেয় ইত্যাদি।