Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বেঙ্গল ওপেন ইন্টারন্যাশানাল ফিমেল ক্যারাটে চ্যম্পিয়নশিপে পূর্ব বর্ধমানের ৩ টি সোনা সহ ৬ টি পদক


 

বেঙ্গল ওপেন ইন্টারন্যাশানাল ফিমেল ক্যারাটে চ্যম্পিয়নশিপে পূর্ব বর্ধমানের ৩ টি সোনা সহ ৬ টি পদক 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী :  জিটিজিএস  এর  পরিচালনায় “বেঙ্গল ওপেন ২০২২ - ইন্টারন্যাশানাল ফিমেল ক্যারাটে চ্যম্পিয়নশিপ”  ২৭ মার্চ রবিবার কলকাতার দমদম এস্টেটে আয়োজিত হল। এই প্রতিযোগিতায় ভারতের বিভিন্ন রাজ্য সহ ইরান, পাকিস্তান, কানাডা, পর্তুগাল, জাপান, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশ  থেকে প্রায় ৪০০ জন প্রতিযোগি অংশগ্রহণ  করে।

পূর্ব বর্ধমানের দ্য মার্শাল আর্টস একাডেমীর টেকনিকাল ডিরেক্টর এবং চিফ কোচ শিহান দেবাশীষ কুমার মন্ডল জনিয়েছেন, এই প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলা থেকে মোট ৩ জন ক্যারাটেকা অংশগ্রহণ করে এবং ৩টি সোনা, ২টি রুপো এবং ১টি ব্রোঞ্জ সহ মোট ৬ টি পদক জয়লাভ করে।

বিজেতারা হলো লগ্নজিতা খাঁ ৮ বছরের মহিলা কাতা বিভাগে সোনা জিতেছে এবং কুমি বিভাগে রুপো জিতেছে। ১২ বছরের মহিলা কাতা বিভাগে শ্রেয়সী ঘোষ সোনা জিতেছে এবং ১২ বছরের ৪০ কেজি মহিলা কুমিতে  রুপো জিতেছে। ১৮ বছরের উর্ধ্বে মহিলা কাতা বিভাগে সৃজা দাস ব্রোঞ্জ এবং ১৮ বছরের উর্ধ্বে ৫০ কেজি মহিলা কুমি বিভাগে সোনা জিতেছে।

দেবাশিসবাবু আরও জানান যে, কোভিড পরিস্থিতির পর এই অফলাইন ক্যারাটে প্রতিযোগিতায় পদক লাভ করে সকলে খুব খুশি।