Scrooling

হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২৫ আগস্ট বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

বেঙ্গল ওপেন ইন্টারন্যাশানাল ফিমেল ক্যারাটে চ্যম্পিয়নশিপে পূর্ব বর্ধমানের ৩ টি সোনা সহ ৬ টি পদক


 

বেঙ্গল ওপেন ইন্টারন্যাশানাল ফিমেল ক্যারাটে চ্যম্পিয়নশিপে পূর্ব বর্ধমানের ৩ টি সোনা সহ ৬ টি পদক 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী :  জিটিজিএস  এর  পরিচালনায় “বেঙ্গল ওপেন ২০২২ - ইন্টারন্যাশানাল ফিমেল ক্যারাটে চ্যম্পিয়নশিপ”  ২৭ মার্চ রবিবার কলকাতার দমদম এস্টেটে আয়োজিত হল। এই প্রতিযোগিতায় ভারতের বিভিন্ন রাজ্য সহ ইরান, পাকিস্তান, কানাডা, পর্তুগাল, জাপান, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশ  থেকে প্রায় ৪০০ জন প্রতিযোগি অংশগ্রহণ  করে।

পূর্ব বর্ধমানের দ্য মার্শাল আর্টস একাডেমীর টেকনিকাল ডিরেক্টর এবং চিফ কোচ শিহান দেবাশীষ কুমার মন্ডল জনিয়েছেন, এই প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলা থেকে মোট ৩ জন ক্যারাটেকা অংশগ্রহণ করে এবং ৩টি সোনা, ২টি রুপো এবং ১টি ব্রোঞ্জ সহ মোট ৬ টি পদক জয়লাভ করে।

বিজেতারা হলো লগ্নজিতা খাঁ ৮ বছরের মহিলা কাতা বিভাগে সোনা জিতেছে এবং কুমি বিভাগে রুপো জিতেছে। ১২ বছরের মহিলা কাতা বিভাগে শ্রেয়সী ঘোষ সোনা জিতেছে এবং ১২ বছরের ৪০ কেজি মহিলা কুমিতে  রুপো জিতেছে। ১৮ বছরের উর্ধ্বে মহিলা কাতা বিভাগে সৃজা দাস ব্রোঞ্জ এবং ১৮ বছরের উর্ধ্বে ৫০ কেজি মহিলা কুমি বিভাগে সোনা জিতেছে।

দেবাশিসবাবু আরও জানান যে, কোভিড পরিস্থিতির পর এই অফলাইন ক্যারাটে প্রতিযোগিতায় পদক লাভ করে সকলে খুব খুশি।