Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বেঙ্গল ওপেন ইন্টারন্যাশানাল ফিমেল ক্যারাটে চ্যম্পিয়নশিপে পূর্ব বর্ধমানের ৩ টি সোনা সহ ৬ টি পদক


 

বেঙ্গল ওপেন ইন্টারন্যাশানাল ফিমেল ক্যারাটে চ্যম্পিয়নশিপে পূর্ব বর্ধমানের ৩ টি সোনা সহ ৬ টি পদক 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী :  জিটিজিএস  এর  পরিচালনায় “বেঙ্গল ওপেন ২০২২ - ইন্টারন্যাশানাল ফিমেল ক্যারাটে চ্যম্পিয়নশিপ”  ২৭ মার্চ রবিবার কলকাতার দমদম এস্টেটে আয়োজিত হল। এই প্রতিযোগিতায় ভারতের বিভিন্ন রাজ্য সহ ইরান, পাকিস্তান, কানাডা, পর্তুগাল, জাপান, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশ  থেকে প্রায় ৪০০ জন প্রতিযোগি অংশগ্রহণ  করে।

পূর্ব বর্ধমানের দ্য মার্শাল আর্টস একাডেমীর টেকনিকাল ডিরেক্টর এবং চিফ কোচ শিহান দেবাশীষ কুমার মন্ডল জনিয়েছেন, এই প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলা থেকে মোট ৩ জন ক্যারাটেকা অংশগ্রহণ করে এবং ৩টি সোনা, ২টি রুপো এবং ১টি ব্রোঞ্জ সহ মোট ৬ টি পদক জয়লাভ করে।

বিজেতারা হলো লগ্নজিতা খাঁ ৮ বছরের মহিলা কাতা বিভাগে সোনা জিতেছে এবং কুমি বিভাগে রুপো জিতেছে। ১২ বছরের মহিলা কাতা বিভাগে শ্রেয়সী ঘোষ সোনা জিতেছে এবং ১২ বছরের ৪০ কেজি মহিলা কুমিতে  রুপো জিতেছে। ১৮ বছরের উর্ধ্বে মহিলা কাতা বিভাগে সৃজা দাস ব্রোঞ্জ এবং ১৮ বছরের উর্ধ্বে ৫০ কেজি মহিলা কুমি বিভাগে সোনা জিতেছে।

দেবাশিসবাবু আরও জানান যে, কোভিড পরিস্থিতির পর এই অফলাইন ক্যারাটে প্রতিযোগিতায় পদক লাভ করে সকলে খুব খুশি।