চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

বেঙ্গল ওপেন ইন্টারন্যাশানাল ফিমেল ক্যারাটে চ্যম্পিয়নশিপে পূর্ব বর্ধমানের ৩ টি সোনা সহ ৬ টি পদক


 

বেঙ্গল ওপেন ইন্টারন্যাশানাল ফিমেল ক্যারাটে চ্যম্পিয়নশিপে পূর্ব বর্ধমানের ৩ টি সোনা সহ ৬ টি পদক 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী :  জিটিজিএস  এর  পরিচালনায় “বেঙ্গল ওপেন ২০২২ - ইন্টারন্যাশানাল ফিমেল ক্যারাটে চ্যম্পিয়নশিপ”  ২৭ মার্চ রবিবার কলকাতার দমদম এস্টেটে আয়োজিত হল। এই প্রতিযোগিতায় ভারতের বিভিন্ন রাজ্য সহ ইরান, পাকিস্তান, কানাডা, পর্তুগাল, জাপান, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশ  থেকে প্রায় ৪০০ জন প্রতিযোগি অংশগ্রহণ  করে।

পূর্ব বর্ধমানের দ্য মার্শাল আর্টস একাডেমীর টেকনিকাল ডিরেক্টর এবং চিফ কোচ শিহান দেবাশীষ কুমার মন্ডল জনিয়েছেন, এই প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলা থেকে মোট ৩ জন ক্যারাটেকা অংশগ্রহণ করে এবং ৩টি সোনা, ২টি রুপো এবং ১টি ব্রোঞ্জ সহ মোট ৬ টি পদক জয়লাভ করে।

বিজেতারা হলো লগ্নজিতা খাঁ ৮ বছরের মহিলা কাতা বিভাগে সোনা জিতেছে এবং কুমি বিভাগে রুপো জিতেছে। ১২ বছরের মহিলা কাতা বিভাগে শ্রেয়সী ঘোষ সোনা জিতেছে এবং ১২ বছরের ৪০ কেজি মহিলা কুমিতে  রুপো জিতেছে। ১৮ বছরের উর্ধ্বে মহিলা কাতা বিভাগে সৃজা দাস ব্রোঞ্জ এবং ১৮ বছরের উর্ধ্বে ৫০ কেজি মহিলা কুমি বিভাগে সোনা জিতেছে।

দেবাশিসবাবু আরও জানান যে, কোভিড পরিস্থিতির পর এই অফলাইন ক্যারাটে প্রতিযোগিতায় পদক লাভ করে সকলে খুব খুশি।

Post a Comment

0 Comments