Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্ণাঢ্য রোডশো করে মনোনয়নপত্র জমা দিলেন শত্রুঘ্ন সিনহা


 

বর্ণাঢ্য রোডশো করে মনোনয়নপত্র জমা দিলেন শত্রুঘ্ন সিনহা 


কাজল মিত্র, আসানসোল : আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমুল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা সোমবার মনোনয়নপত্র জমা দিলেন। এদিন হুড খোলা গাড়িতে রোডশোর মাধ্যমে   মনোনয়ন পত্র জমা দিতে আসেন বিহারী বাবু।  পশ্চিম বর্ধমানের জেলা শাসক তথা আসানসোল লোকসভা  রিটার্নিং অফিসার এস অরুণ প্রসাদের হাতে মনোনয়নপত্র তুলে দেন।

জেলা শাসকের কার্যালয় থেকে বেরিয়ে আশাবাদী “বিহারি বাবু”র মন্তব্য, আসানসোলে ” নয়া ইতিহাস তৈরী হবে। এটা একটা “হিস্টোরিক্যাল মোমেন্ট “। আর সেটা হবে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব। 

সোমবার সকাল দশটার পরে আসানসোলের জিটি রোডের বিএনআরে রবীন্দ্র ভবনের সামনে থেকে শত্রুঘ্ন সিনহাকে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। ঢাকের তালে  তৃণমুল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে আসানসোলের আকাশ বাতাস।। হুড খোলা গাড়িতে প্রার্থীর সঙ্গে ছিলেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক, বিশিষ্ট আইনজীবী তথা সাংসদ কল্যান বন্দোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলা তৃণমুল কংগ্রেসের সভাপতি তথা আসানসোল পুরনিগমের মেয়র বিধায়ক বিধান উপাধ্যায়, আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান বিধায়ক তাপস বন্দোপাধ্যায় প্রমুখ। বেলা সাড়ে এগারোটা নাগাদ। 

তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন ওরফে দাসু দলের প্রার্থীকে নিয়ে জেলাশাসকের অফিসে যান। সঙ্গে ছিলেন ইলেকশন এজেন্ট আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ও তিন প্রস্তাবক জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক ও পুর কাউন্সিলর শিখা ঘটক প্রমুখ।