ওভারলোডেড ৭ টি বালির ট্রাক আটক

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

ওভারলোডেড ৭ টি বালির ট্রাক আটক


 

ওভারলোডেড ৭ টি বালির ট্রাক আটক 


অতনু হাজরা, জামালপুর : পুলিশের অভিযানে ধরা পড়লো ওভারলোডেড ৭ টি বালি ভর্তি ট্রাক। জামালপুর থানার কালাড়াঘাট এলাকার ঘটনা। জামালপুরে দামোদর নদের বিভিন্ন ঘাট থেকে প্রতিদিনই ট্রাক বালি নিয়ে যায়। গোপন সূত্রে জামালপুর থানার পুলিশ খবর পায় রাতে ওভারলোডিং এর মাধ্যমে বালি পাচার হচ্ছে। সেই সূত্র অনুযায়ী জামালপুর থানার ওসি মিঠুন ঘোষের নেতৃত্বে পুলিশ মঙ্গলবার রাতে জামালপুরের কালাড়াঘাট এলাকায় অভিযান চালায়। সেই অভিযানে ওভারলোডেড ৭ টি বালি ভর্তি ট্রাক ধরা পড়ে। পুলিশ সূত্রে খবর এই ৭টি লরির রিক্যুউজিশন বি এল ও আর ও কে পাঠানো হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য।


Post a Comment

0 Comments