Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ওভারলোডেড ৭ টি বালির ট্রাক আটক


 

ওভারলোডেড ৭ টি বালির ট্রাক আটক 


অতনু হাজরা, জামালপুর : পুলিশের অভিযানে ধরা পড়লো ওভারলোডেড ৭ টি বালি ভর্তি ট্রাক। জামালপুর থানার কালাড়াঘাট এলাকার ঘটনা। জামালপুরে দামোদর নদের বিভিন্ন ঘাট থেকে প্রতিদিনই ট্রাক বালি নিয়ে যায়। গোপন সূত্রে জামালপুর থানার পুলিশ খবর পায় রাতে ওভারলোডিং এর মাধ্যমে বালি পাচার হচ্ছে। সেই সূত্র অনুযায়ী জামালপুর থানার ওসি মিঠুন ঘোষের নেতৃত্বে পুলিশ মঙ্গলবার রাতে জামালপুরের কালাড়াঘাট এলাকায় অভিযান চালায়। সেই অভিযানে ওভারলোডেড ৭ টি বালি ভর্তি ট্রাক ধরা পড়ে। পুলিশ সূত্রে খবর এই ৭টি লরির রিক্যুউজিশন বি এল ও আর ও কে পাঠানো হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য।