Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রমরমিয়ে চলছে অবৈধ কয়লা এবং সাদা পাথরের ব্যবসা


 

রমরমিয়ে চলছে অবৈধ কয়লা এবং সাদা পাথরের ব্যবসা 


কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার অন্তর্গত কালীপাথর গ্রামের মাইথনের জলাধারে চলছে রমরমিয়ে অবৈধ কয়লা এবং সাদা পাথরের ব্যবসা। কিছুদিন পূর্বে প্রশাসনের তরফে অভিযান চালানো হলেও পুনরায় এই অবৈধ পাথর মাফিয়া ও কয়লা মাফিয়ারা সক্রিয় হয়ে উঠেছে। যারফলে  বাংলা সীমানা থেকে ঝাড়খণ্ড অঞ্চলে সাইকেলে করে অবৈধ কয়লা নৌকার মাধ্যমে পাচার করা হচ্ছে। এর সাথে সাথে ঝাড়খণ্ড থেকে বাংলায় নিয়ে আসা হচ্ছে অবৈধ সাদা পাথর যাকে মাফিয়াদের ভাষায় বলা হয় কুয়ার্জ পাথর। এই কুয়ার্জ পাথরের  বাজারে মূল্য প্রচুর। তবে এই পাথর জমি থেকে খুঁড়ে বের করা হচ্ছে বলে জানা যায়। 

যার ফলে সরকারি ভূ সম্পত্তি নষ্ট করা হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠেছে সালানপুর থানা সহ রয়েছে দুটি ফাঁড়ি কল্যানেশ্বরী এবং রূপনারায়ানপুর ফাঁড়ি আর এই চোরাই ব্যবসা চলছে সবার মাঝে। খবর সূত্রে জানা যায় যে, সালানপুর থানার অন্তর্গত বনজেমারী কয়লাখনি থেকে অবৈধ কয়লা সাইকেল, মোটর সাইকেলে করে কল্যানেশ্বরী ফাঁড়ির অন্তর্গত সিধাবাড়ি হয়ে নিয়ে আসা হচ্ছে, রূপনারায়ানপুর ফাঁড়ির অন্তর্গত কালিপাথর মাইথন জলাধারে যেখানে নৌকা করে কয়লা পাচার করা হচ্ছে।

 আবার ঝাড়খণ্ড থেকে নৌকা করে সাদাপাথর নিয়ে আসা হচ্ছে বাংলায়। ওই রাস্তা দিয়ে সাদাপাথর পাচার করা হচ্ছে বিভিন্ন কল কারখানায়। অভিযোগ থানা এবং ফাঁড়ি গুলির সামনেই এত বড় চোরাই কারবার চলছে পুলিশ কিছুই জানে না তা একেবারে মেনে নেওয়া যায় না। তবে জানা গেছে, চোরাই ব্যবসার পিছনে বড় কোনো ব্যক্তির হাত রয়েছে। তবেই দিনের আলোয় এতবড় ব্যবসা চলাচ্ছে মাফিয়ারা।