Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পাড়াতল অঞ্চল স্বামী বিবেকানন্দ সেবাশ্রম ও উৎসঙ্গ স্বেচ্ছাসেবী সংস্থার স্বাস্থ্য শিবির


 

পাড়াতল অঞ্চল স্বামী বিবেকানন্দ সেবাশ্রম ও উৎসঙ্গ স্বেচ্ছাসেবী সংস্থার স্বাস্থ্য শিবির 


অতনু হাজরা, জামালপুর : পাড়াতল অঞ্চল স্বামী বিবেকানন্দ সেবাশ্রম ও উৎসঙ্গ সংস্থার সহযোগিতায় বিবেকানন্দ শিক্ষা মন্দির ও ক্রেশ সেন্টারের ছাত্র ছাত্রী সহ ২২০ জনের চক্ষু পরীক্ষা এবং ১৫২ জন শিশু ও ৭৮ জনের সাধারন চিকিৎসার ব্যবস্থা করে। উৎসঙ্গ যে স্বেচ্ছাসেবী সংগঠন তারা মূলত গ্রামবাংলার পিছিয়ে পড়া অঞ্চলে আদিবাসী মানুষদের বা ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করার সঙ্গে ওষুধ দেওয়া এবং পঠন-পাঠনের বিভিন্ন সরঞ্জাম বই খাতা স্কুলব্যাগ সহ নানা জিনিস তারা দিয়ে থাকেন। রবিবার তারা পাড়াতল অঞ্চল স্বামী বিবেকানন্দ সেবাশ্রমের সঙ্গে যৌথভাবে এসে প্রত্যন্ত এলাকার অসহায় মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করেন। তারই সাথে এই আশ্রম যে সমস্ত বাচ্চারা পড়াশোনা করে তাদের হাতে শিক্ষা সহায়ক সামগ্রী হিসাবে স্কুল ব্যাগ, খাতা, পেন্সিল, প্রোটিন খাবার প্রভৃতি তুলে দেন সংস্থার তরফে। 

উপস্থিত ছিলেন ডাঃ শর্মিষ্ঠা ঘোষ (জেনারেল মেডিসিন), ডাঃ কৌশল ব্যানার্জী (চক্ষু রোগ বিশেষজ্ঞ), ডাঃ সালাউদ্দিন লস্কর ও স্বনাম ধন্য চিকিৎসক ডাঃ সুকুমার মুখার্জী।

 ছিলেন জামালপুর বিধানসভার বিধায়ক  অলোক কুমার মাঝি, বিবেকানন্দ শিক্ষা মন্দিরের প্রধান শিক্ষিকা সান্তনা ঘোষ কবিরাজ, সেবাশ্রমের সম্পাদক অনুপ কুমার দত্ত প্রমুখ। বিধায়ক সেবাশ্রমের কাজের  প্রশংসা করেন। এদিন রুগীদের হাতে বিনামূল্যে ওষুধ তুলে দেওয়া হয় ।