জামুদহের জাগ্রত শ্মশান কালী

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

জামুদহের জাগ্রত শ্মশান কালী


 

জামুদহের জাগ্রত শ্মশান কালী 


অতনু হাজরা, বেরুগ্রাম : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে অন্যতম একটি বিখ্যাত কালীপুজো জামুদহের শ্মশান কালী পুজো। এই পুজোকে কেন্দ্র করে বিরাট মেলা বসে। এবং এর সাথে হাজার হাজার ভক্ত সমাগম ঘটে। শনিবার রাতে মেলা পরিদর্শন করতে সেখানে উপস্থিত হন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। এছাড়াও তার সঙ্গে উপস্থিত ছিলেন ওই অঞ্চলের নেতা শাহাবুদ্দিন শেখ ওরফে দানি, বেরুগ্রাম পঞ্চায়েতের প্রধান হাসনারা বেগম, পঞ্চায়েত সমিতির সদস্যা অঞ্জনা মালিক ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুনীল ধারা সহ মেলার উদ্যোক্তা মনোজ মণ্ডল। 

এরই সাথে পঞ্চায়েত সমিতির সভাপতি সেখানে একটি ঠান্ডা পানীয় জল প্রকল্পের শুভ উদ্বোধন করেন আজ। মেহেমুদ খান বলেন মেলা মানে মিলন। প্রচুর মানুষ এক জায়গায় সমবেত হয় এবং তাদের মধ্যে ভাবের আদান-প্রদান হয়। এই জামুদহের কালীপুজোর শ্মশান কালী মা খুবই জাগ্রত তাই প্রচুর মানুষ এখানে পুজো দিতে আসেন। মায়ের কাছে আপামর জামালপুরবাসী সহ সকলের মঙ্গল কামনা করেন। তার সাথে আরও বলেন এই পানীয় জল প্রকল্প টি মেলাতে আসা বিভিন্ন ভক্ত এবং দর্শনার্থীদের যথেষ্ট উপকার হবে।

Post a Comment

0 Comments