মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহিত করতে জননেতারা পরীক্ষা কেন্দ্রে

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহিত করতে জননেতারা পরীক্ষা কেন্দ্রে


 

মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহিত করতে জননেতারা পরীক্ষা কেন্দ্রে 


অতনু হাজরা, জামালপুর : আজ থেকে রাজ্য জুড়ে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। পূর্ব বর্ধমান জেলার জামালপুরে ৯ টি পরীক্ষার সেন্টার হয়েছে। পরীক্ষার্থীদের উৎসাহিত করতে  উদ্যোগ নিয়েছে জামালপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক বলেন  ৯ টি পরীক্ষাকেন্দ্রেই তাদের প্রতিনিধিরা উপস্থিত থাকবে। পরীক্ষার্থীদের উৎসাহিত করতে সেলিমাবাদ স্কুলে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক তৃণমূল  যুব সভাপতি ভুতনাথ মালিক, জয়হিন্দ বাহিনীর সভাপতি সাহাবুদ্দিন মন্ডল সহ অন্যান্যরা। একজন ক্যানসার আক্রান্ত ছাত্রী পরীক্ষা দিচ্ছেন এই কেন্দ্রে তার সঙ্গে দেখা করেন তিনি। 

পরীক্ষা কেন্দ্রের বাইরে সকল ছাত্র ছাত্রী ও অভিভাবকদের সাথে কথা বলেন তাঁরা। পরে তাঁরা জৌগ্রাম হাই স্কুলে যান। বনবিবিতলা হাই স্কুলে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মেহেমুদ খান, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, ছাত্র নেতা শেখ শামসুদ্দিন ও আদর্শ দুর্লভ সহ অন্যান্য সদস্যরা। প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থীর হাতে গোলাপ ফুল ও পেন তুলে দেন। মেহেমুদ খান বলেন, কোনো ছাত্র ছাত্রীদের রাস্তায় আসতে অসুবিধা না হয় সেই কারণে সকল টোটো ও অটো চালকদের বলা বলা আছে যে তারা কোন ভাড়া এই সময় ছাত্র ছাত্রীদের কাছ থেকে নেবে না। এছাড়াও তিনি আরো জানান,  কোনো রকম কোনো সমস্যায় ছাত্রছাত্রীরা পড়লে তাকে অথবা ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক বা জামালপুর থানার ওসিকে ফোন করলেই সাথে সাথে তাদের সহযোগিতা করা হবে। বিধায়ক বলেন এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে। তাই তাদের শুভেচ্ছা ও শুভকামনা জানাতে তিনি উপস্থিত ছিলেন। ভূতনাথ মালিক বলেন জীবনের প্রথম পরীক্ষা যাতে ওরা ভালোভাবে দিতে পারে সেই জন্যই তাদের উৎসাহিত করতে তারা উপস্থিত ছিলেন। গত বছর হয়নি মাধ্যমিক পরীক্ষা, তাই স্বভাবতই পরীক্ষা দিতে পারার জন্য ছাত্রছাত্রীদের মধ্যে যথেষ্ট উৎসাহ ছিল।



Post a Comment

0 Comments