চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # বাংলার চিকিৎসক উজ্জ্বল পোদ্দার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেরার তালিকায় #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

বিধায়কের চেষ্টায় প্রান্তিকজনের সুচিকিৎসার ব্যবস্থা কলকাতায়


 

বিধায়কের চেষ্টায় প্রান্তিকজনের সুচিকিৎসার ব্যবস্থা কলকাতায় 


অতনু হাজরা, কলকাতা : বিধায়কের মানবিকতায় ও উদ্যোগে কলকাতার পিজি হসপিটালে চিকিৎসা পেলেন জামালপুরের প্রত্যন্ত গ্রামের একজন রোগী। উল্লেখ্য বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের বেত্রাগড় গ্রামের তপন চ্যাটার্জি জাতীয় সড়কের উপর বর্ধমান শহরের অদূরে বামবটতলায় দুর্ঘটনার কবলে পড়েন। স্থানীয় লোকজন এবং পুলিশ তাঁকে উদ্ধার করে বর্ধমান অনাময় হাসপাতালে নিয়ে যান। অবস্থা খারাপ থাকায় সেখান থেকে তাঁকে কলকাতায় রেফার করা হয় । সেই অবস্থায় তার বাড়ির লোকজন যোগাযোগ করেন জামালপুর ১ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান সাহাবউদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাবের সাথে। তার মাধ্যমে যোগাযোগ করেন এলাকার বিধায়ক অলোক কুমার মাঝির সঙ্গে। তিনি দ্রুততার সঙ্গে মন্ত্রী অরূপ বিশ্বাস এর সঙ্গে কথা বলে পিজি হসপিটালের ট্রমা কেয়ার সেন্টারে তড়িঘড়ি তপনবাবু কে ভর্তি করার ব্যবস্থা করেন। শুধু তাই নয় সন্ধ্যার পর তিনি নিজেই  তপন বাবু কে দেখতে পিজি হাসপাতালে যান।  তার পরিবারের সঙ্গেও দেখা করে কথা বলেন। তপনবাবুর দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। বিধায়কের ভূমিকায় আপ্লুত তপনবাবুর পরিবার পরিজন। তাঁরা প্রত্যেকেই  বিধায়ক অলক কুমার মাঝি কে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন।

 অলোক বাবু বলেন,  তিনি জামালপুরের জনপ্রতিনিধি রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার সাধারণ মানুষের দায় বিপদে মানুষের পাশে থাকার কথা বলছেন, তিনি সেটুকুই করেছেন মাত্র। জামালপুরের মানুষের যেকোনো দায় বিপদে তাদের বিধায়ক সবসময় তাদের পাশে আছেন বলে তিনি জানান।

Post a Comment

0 Comments