চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলার নতুন কমিটি গঠিত


 

ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলার নতুন কমিটি গঠিত 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা কমিটির বার্ষিক সাধারণ সভা রবিবার বর্ধমান লায়ন্স ক্লাবের সভাকক্ষে অনুষ্ঠিত হলো। শুরুতেই সংগঠনের সদস্য গীতা ঘোষ সহ সংগীতশিল্পী লতা মঙ্গেসকার, সন্ধ্যা মুখোপাধ্যায়, বাপি লাহিড়ী, ফুটবলার সুভাষ ভৌমিক, সুরজিৎ সেনগুপ্ত সহ সমাজের বিভিন্ন স্তরে যাঁরা প্রয়াত হয়েছেন তাদেরকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। আইজেএ'র  সদস্য শ্যামাপ্রসাদ চৌধুরীর সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। জেলা কমিটির সভাপতি স্বপন মুখার্জী'র সভাপতিত্বে অনুষ্ঠানের কাজ শুরু হয়। প্রতিবছর বার্ষিক সাধারণ সভায় একজন বরিষ্ঠ সদস্য সাংবাদিককে সম্বর্ধনা জানানো হয়।

 সেই ধারাবাহিকতায় এ বছর রাজ্য কমিটির সহ-সভাপতি তথা বর্ধমানের বর্ষীয়ান সাংবাদিক তারক নাথ রায় কে জেলা কমিটির পক্ষ থেকে পুষ্পস্তবক, মানপত্র এবং উপহার সামগ্রী দিয়ে সম্বর্ধিত করা হয়। মানপত্র পাঠ করেন আইজেএ'র রাজ্য কমিটির সদস্য আমিনুর রহমান।

সভায় সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন আইজেএ'র পূর্ব বর্ধমান জেলা কমিটির সাধারণ সম্পাদক অরূপ লাহা। আয় ব্যয়ের হিসাব  উপস্থাপনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ শেখ সামসুদ্দিন। সম্পাদকীয় প্রতিবেদন এর উপর সদস্যরা আলোচনায় অংশ নেন। উল্লেখ্য ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের শতবর্ষ চলছে। তারই প্রেক্ষিতে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষা সহ ক্রীড়া, সংস্কৃতি ও  সামাজিক বিভিন্ন কর্মসূচি রূপায়নের বিষয়টি আলোচিত হয়। এদিনের সাধারণ সভায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সভাপতি এস সাবানায়কন, সাধারণ সম্পাদক শেখর সেনগুপ্ত। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সদস্য জগন্নাথ ভৌমিক। 

এদিনের সাধারণ সভা থেকে আগামী ২০২২-২৩ বর্ষের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। দু'জন আমন্ত্রিত সদস্য সহ ১৯ জনের কমিটিতে সাধারণ সম্পাদক অরূপ লাহা,  সভাপতি স্বপন মুখোপাধ্যায় এবং কোষাধ্যক্ষ সেখ সামসুদ্দিন পুনঃনির্বাচিত হয়েছেন। এছাড়াও কমিটিতে তনুশ্রী বন্দ্যোপাধ্যায় ও রাম নারায়ণ কুন্ডু সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অতনু হাজরা। সহ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুপ্রকাশ চৌধুরী ও সন্তোষ দাস। অফিস সম্পাদক পদে পুনঃনির্বাচিত হয়েছেন অনির্বাণ হাজরা।

কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্যরা হলেন মিথিলেশ রায়, মনতোষ পোদ্দার, ধীমান রায়, কৌশিক চক্রবর্তী, সোমনাথ ভট্টাচার্য, বিজন ঘোষ, সুজিত দত্ত, বিজয় প্রকাশ দাস। এছাড়া কমিটিতে দু'জন আমন্ত্রিত সদস্য হলেন দেবব্রত চট্টোপাধ্যায় এবং পার্থ চৌধুরী।