Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অবশেষে কালনা পুরসভার চেয়ারম্যান পদের জট কাটলো


 

অবশেষে কালনা পুরসভার চেয়ারম্যান পদের জট কাটলো 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : অবশেষে কালনা পুরসভার চেয়ারম্যান পদ নিয়ে জট কাটলো। রবিবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এক বৈঠকে কালনা পুরসভার চেয়ারম্যান পদে আনন্দ দত্ত এবং ভাইস চেয়ারম্যান পদে তপন পোড়েল কে মনোনীত করা হয়েছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মন্ত্রী স্বপন দেবনাথ, রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবু টুডু, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক সহ অন্যান্যরা।

উল্লেখ্য গত ১৬ মার্চ কালনা পৌরসভার শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। দল চেয়ারম্যান মনোনীত করেন আনন্দ দত্তকে। কিন্তু দলের বিরুদ্ধে গিয়ে তপন পোড়েল সেই সিদ্ধান্তের বিরোধিতা করেন। তিনি নিজেকে চেয়ারম্যান হিসাবে দাবি করেন। অন্যান্য কাউন্সিলররা তপন পোড়েলের পাশে দাঁড়ায়। দল থেকে বহিষ্কার করা হয় তপন পোড়েলকে। পরবর্তীতে কলকাতায় অরূপ বিশ্বাস, স্বপন দেবনাথ কালনার কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসে। দলের অন্দরের খবর সেখানেই সিদ্ধান্ত হয় আনন্দ দত্তকেই চেয়ারম্যানের মনোনীত করা হবে। ভাইস চেয়ারম্যান থাকবেন তপন পোড়েল।

এই তপন পোড়েলকে দল বহিষ্কৃত করেছিল, তাকে কেন ভাইস চেয়ারম্যান পদ?  উত্তরে রবীন্দ্রনাথ বাবু জানালেন,  তিনি দলনেত্রীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। দল নেত্রী তাকে ক্ষমা করে দিয়েছেন। আগামীকাল মঙ্গলবার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান তাদের দায়িত্বভার বুঝে নেবেন। কালনা মহকুমা শাসকের দপ্তরে শপথ গ্রহণের অনুষ্ঠান হবে।