Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পূর্ব বর্ধমান জেলার ৬ পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এক ক্লিকে দেখে নিন


 

পূর্ব বর্ধমান জেলার ৬ পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এক ক্লিকে দেখে নিন 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে কারা আসছেন। এই নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে অনেকের রাতের ঘুম চলে গিয়েছিল। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান। আগামীকাল অফিসিয়ালি ঘোষণা করার পর ১৬ মার্চ নবনিযুক্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানরা শপথ নেবেন বলে সূত্রের খবর।

ইতিমধ্যেই রবিবার পূর্ব বর্ধমান জেলার গুসকরা পৌরসভার চেয়ারম্যান পদে কুশল মুখার্জী ও ভাইস চেয়ারম্যান বেলি বেগম এর নাম ঘোষণা করা হয়েছে। জেলার বাকি ৫ টি পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে কারা আসছেন মঙ্গলবার তাদের নাম ঘোষণা করা হবে।

সূত্রের খবর বর্ধমান পৌরসভায় চেয়ারম্যান হচ্ছেন প্রবীন তৃণমূল কংগ্রেস নেতা তথা শিক্ষাবিদ ১১ নম্বর ওয়ার্ডের বিজয়ী প্রার্থী পরেশ চন্দ্র সরকার এবং ভাইস চেয়ারম্যান হচ্ছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এর স্ত্রী ২৩ নম্বর ওয়ার্ডের বিজয়ী প্রার্থী মৌসুমী দাস।

মেমারি পৌরসভার চেয়ারম্যান হচ্ছেন স্বপন বিষয়ী এবং ভাইস চেয়ারম্যান হচ্ছেন সুপ্রিয় সামন্ত।

কালনা পৌরসভার চেয়ারম্যান হচ্ছেন আনন্দ দত্ত এবং ভাইস চেয়ারম্যান হচ্ছেন তপন পোড়েল।

কাটোয়া পৌরসভার চেয়ারম্যান হচ্ছেন সমীর সাহা এবং ভাইস চেয়ারম্যান হচ্ছেন লখীন্দর মন্ডল।

দাঁইহাট পৌরসভার চেয়ারম্যান হচ্ছেন শিশির মন্ডল এবং ভাইস চেয়ারম্যান হচ্ছেন অজিত ব্যানার্জী।