Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিশুদ্ধ ঠান্ডা পানীয় জল প্রকল্পের উদ্বোধন


 

বিশুদ্ধ ঠান্ডা পানীয় জল প্রকল্পের উদ্বোধন 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার  জামালপুরের পারাতল  ১ গ্রাম পঞ্চায়েতে চারটি বিশুদ্ধ ঠান্ডা পানীয় জল প্রকল্পের উদ্বোধন করা হলো আজ। উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। ছিলেন পঞ্চায়েতের প্রধান উত্তম হাজারী ও  উপপ্রধান শ্রীজীব ঘোষ। মেহেমুদ খান বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার মধ্য দিয়ে উন্নয়নকে একেবারে নিচের স্তরে পৌঁছে দিচ্ছেন তারই ফল হিসেবে আজকে এই ঠান্ডা জলের প্রকল্প গুলো মানুষের জন্য খুলে দেওয়া হলো।

তিনি আরো বলেন যে সরকার থেকে বা পঞ্চায়েত থেকে করে দেওয়া হলেও এগুলি রক্ষণাবেক্ষণ করতে হবে সাধারণ মানুষকেই। তাই তিনি তাদের উদ্দেশ্যে বলেন যে প্রত্যেকে যত্নসহকারে এগুলি ব্যবহার করবেন। প্রধান উত্তম হাজারী বলেন, তার পঞ্চায়েতে আজ চারটি জায়গায় এই জলের প্রকল্পের উদ্বোধন হলো। একটি মহিন্দর জোড়ামন্দির তলায়, অপরটি মহিন্দর তেতুলতলা, তৃতীয় টি পর্বতপুর শিব মন্দিরের পাশে এবং চতুর্থটি রুদো ধর্মরাজ তলায়। প্রতিটি প্রকল্পের জন্য তিন লক্ষ ত্রিশ হাজার টাকা করে খরচ হয়েছে বলে উত্তম বাবু জানান। গ্রীষ্মের শুরুতে এই রকম ঠাণ্ডা জলের প্রকল্প উপহার হিসেবে পেয়ে এলাকার মানুষ খুবই খুশি।