Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

যুবকের রহস্যজনক মৃত্যু বেসরকারি গেস্ট হাউসে


 

যুবকের রহস্যজনক মৃত্যু বেসরকারি গেস্ট হাউসে 


কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ।  ঘটনাটি ঘটেছে আসানসোলের চেলিডাঙ্গার একটি বেসরকারি গেস্ট হাউসে। জানা গেছে, মৃত যুবকের নাম রাহুল সিং, বার্ণপুরের রামবাঁধ এলাকার বাসিন্দা। পরিবারের অভিযোগ রাহুল সিং নামক যুবক আত্মহত্যা করেছে নাকি তাকে খুন করা হয়েছে। এর সঠিক বিচার চাই। 

দাবি করেন যদি আত্মহত্যাই করে তাহলে গেস্ট হাউসের সিসিটিভি ক্যামেরা কোথায় গেল ?  এবং দেহ নিয়ে যাবার পর পুলিশের তরফে ফোন আসে আপনারা আসানসোল জেলা হাসপাতালে চলে আসুন। সেইসময় পরিবারের লোকেরা গিয়ে দেখে রাহুল সিং এর দেহ মর্গে রাখা রয়েছে। তবে পরিবারের অভিযোগ গেস্ট হাউসে দেহ উদ্ধার হওয়ার সময় পুলিশ ফোন করে জানালো না কেন ? তবে পরিবারের বক্তব্য এই রহস্যজনক মৃত্যুর পিছনে এক মেয়ের হাত রয়েছে। সেই মেয়েটি এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং সঠিক বিচার চাই বলে দাবি জানান তাঁরা।